এশিয়ার শীর্ষ ধনী কে? আম্বানি পিছিয়ে

Published By: Khabar India Online | Published On:

এশিয়ার শীর্ষ ধনী কে? আম্বানি পিছিয়ে।

নতুন সুখবর পেলেন গৌতম আদানি।

দুদিন আগেই হিন্ডেনবার্গ মামলা স্বস্তি পেয়ে, এশিয়ার শীর্ষ ধনী মুকেশ আম্বানিকে পেছনে ফেলে আবারও এ তকমা পেলেন।
শুক্রবার (৫ জানুয়ারি) ব্লুমবার্গ বিলিয়নিয়ার্স ইন্ডেক্স এর তথ্য অনুযায়ী এমনটাই জানা গেছে।

আরও পড়ুন -  Business Idea: ইলেকট্রিক চার্জিং স্টেশন, মাসে আয় লাখ টাকার উপরে!

জানা গেছে,বর্তমানে আদানির মোট সম্পদের পরিমাণ ৯৭ দশমিক ৬ বিলিয়ন মার্কিন ডলার। তার থেকে সামান্য দূরেই রয়েছেন আম্বানি। তার সম্পদের পরিমাণ ৯৭ বিলিয়ন মার্কিন ডলার।

গত বুধবার সুপ্রিম কোর্ট জানিয়েছিল, হিন্ডেনবার্গ মামলায় সিটের তদন্তের প্রয়োজন নেই। এই মামলায় এসইবিআই এর তদন্তের ওপরই ভরসা রাখার নির্দেশ শীর্ষ আদালতের। যার পর গতি পায় ধনকুবেরের গোষ্ঠীর শেয়ার। বিশেষত আদানি পোর্টস এবং অম্বুজা সিমেন্টস পৌঁছে যায় গত ৫২ সপ্তাহের মধ্যে তাদের সেরা অবস্থানে।

আরও পড়ুন -  Priyanka Chopra: নিজের ‘সোনা’ কে বিদায় বললেন প্রিয়াঙ্কা

উল্লেখ্য, নিউইয়র্কের শর্ট সেলার হিন্ডেনবার্গ রিসার্চের রিপোর্ট সামনে আসার পর কার্যত ধস নেমেছিল আদানিদের শেয়ারে। সেই ধাক্কা সামলে আবার দ্রুত হারে বেড়েছে ওই গোষ্ঠীর বাজার মূলধন। সেই প্রতিফলন ধরা পড়ছে নতুন এই তালিকায়।

আরও পড়ুন -  Australia: লক্ষ লক্ষ মরা মাছ নদীর বিস্তীর্ণ অংশজুড়ে, অস্ট্রেলিয়া

ছবিঃ সংগৃহীত।