Video: উদ্দাম নাচে ভাইরাল স্কুল শিক্ষিকা ছাত্র-ছাত্রীদের সঙ্গে, ভিডিওটি উপভোগ করছেন নেটিজেনরা

Published By: Khabar India Online | Published On:

ভাইরাল ভিডিওর ছড়াছড়ি Social Media তে এখন। প্রতিদিন একাধিক ভিডিও জনপ্রিয়তার শীর্ষস্থানে রয়েছে। বিশেষ করে সেই সমস্ত ভিডিও গুলোর তালিকায় জায়গা করে নিচ্ছে ভারতীয় যুবতীদের এই ধরনের সাহসী ডান্স।

ভোজপুরি ও হরিয়ানভি ডান্সের সাথে বলিউডের জনপ্রিয় গান থেকে শুরু করে আঞ্চলিক গানে সাহসী পারফরমেন্স দেখিয়ে সংবাদ শিরোনামে উঠে আসছেন বহু যুবতী। তার মানে সংবাদ শিরোনামে জায়গা নিতে সাহসের সর্বোচ্চ সীমানা পার করেছেন অনেকেই।

আরও পড়ুন -  Rishabh Pant: উর্বশী রাউতেলা মহাবিপদে, ঋষভ পন্থ জবাব দিলেন

Social Media এই জয়যাত্রায় সাধারণ মানুষ থেকে শুরু করে সেলিব্রিটিরাও সমানভাবে অংশগ্রহণ করছেন। আপনাদের জন্য কয়েক সেকেন্ডের একটি ভিডিও নিয়ে এলাম। এটি দেখার পর ভিডিওটির প্রশংসা করবেন।

এই ভিডিওটি হাজার হাজার লাইকের সাথে একাধিক নেতিবাচক কমেন্ট অর্জন করে নিয়েছে সোশ্যাল মিডিয়ায় ( Social Media )। আপনাদের জন্য যে ভিডিওটি নিয়ে এসেছি, সেই ভিডিওটিতে দেখা যাচ্ছে প্রিয় পাহাড়ি গান “গুলাবি শারার” তালে নাচছেন একদল শিক্ষার্থী৷ @kajalasudanii ব্যবহারকারীর দ্বারা Instagram-এ শেয়ার করা হয়েছে ভিডিওটি।

আরও পড়ুন -  Blade: অ্যাটলেটিকো সমর্থকরা, কোর্তোয়ার ফলক উপড়ে ফেলল

ভিডিওটি সংবাদ শিরোনামে উঠে আসার পেছনে মূল কারণ হলো ছাত্র-ছাত্রীদের সাথে গানটিতে উদ্দাম ডান্স করেছেন এক স্কুল শিক্ষিকা। তাঁর পরনে পাতলা শাড়িতে আরও আকর্ষণীয় করে তুলেছে এই ভিডিওটি। অবাক হবেন, বিস্ময়কর এই ভিডিওটি ইতিমধ্যে ৬৩ হাজার মানুষ উপভোগ করেছে। ছাত্র-ছাত্রীদের সঙ্গে শিক্ষিকার এই কর্মকাণ্ড ভালো চোখে দেখছেন না অনেকেই। কেউ কেউ লিখেছেন,”স্কুল পড়াশুনার জন্য, রিলস বানানোর জন্য নয়।’ এই রকম আরও অনেকে লিখেছেন।