বীরভূমের খয়রাশোল অকাল বৃষ্টিতে পাকা ধান জলের তলায়, মাথায় হাত চাষীদের

Published By: Khabar India Online | Published On:

নিজস্ব সংবাদদাতা, বীরভূমঃ   বীরভূমের খয়রাশোল অকাল বৃষ্টিতে পাকা ধান জলের তলায়, মাথায় হাত চাষীদের।

গত বছর অনাবৃষ্টির কারণে বা পর্যাপ্ত পরিমান না হওয়ায় ধান চাষ হয়নি বললেই চলে।এবছর আষাঢ় শ্রাবন মাসে অনাবৃষ্টির কারণে ধান চাষীরা ডিজেল পাম্পের সাহায্যে মাঠে জল দিয়ে চাষীরা কিছু জমিতে ধান চাষ করেছিলেন। চাষীরা আশা করেছিলেন কিছুটা ধান হয়তো বাড়ীতে তোলা যাবে।বিধাতা বিরুপ,পাকা ধানে মই।

আরও পড়ুন -  Suvo Baishakh: প্রাণময় ও ঐশ্বর্যময় হোক ১৪২৯ বঙ্গাব্দ

নিম্নচাপের জেরে অকাল বৃষ্টির কারণে ধান জমিতে জল জমে যাওয়ায় পাকা ধান হয়তো আর বাড়ীতে তোলা যাবে না।কৃষ্ণপুর গ্রামের মাধাই পাত্র জানান বিঘে তিনেক জমিতে ধানচাষ করেছিলেন। এক বিঘা জমির ধান বাড়ীতে তুলেছেন,দুই বিঘা জমির ধান মাঠেই রয়েছে।যে পরিমান জল মাঠে জমেছে কবে ধান বাড়ীতে আনা যাবে বা আদৌ পাকা ধান বাড়ীতে আনা যাবে কি না চিন্তায় থাকলাম। নিমাই পাল বলেন, তিন বিঘা জমিতে ধানচাষ করেছিলাম বৃষ্টির কারণে বাড়ীতে আনতে পারিনি মাঠেই রয়েছে। জানিনা এবছর সংসার চলবে কি করে?

আরও পড়ুন -  Bank of India: ব্যাংক অফ ইন্ডিয়া অফিসারস' অ্যাসোসিয়েশন বার্ষিক জেনারেল বডি মিটিং