Bhojpuri: আম্রপালিকে খাটে ফেলে করলেন রোমান্স নিরহুয়া, ভিডিও দেখে এই শীতে ঘেমে যাবেন

Published By: Khabar India Online | Published On:

Bhojpuri: আম্রপালিকে খাটে ফেলে করলেন রোমান্স নিরহুয়া, ভিডিও দেখে এই শীতে ঘেমে যাবেন।

এখন সর্বাধিক ভাইরাল হচ্ছে, সেটি হল হট ডান্সের ভিডিও সোশ্যাল মিডিয়ায়।অভিনেতা ও অভিনেত্রীদের মতন ভারতীয় তরুণীদের সাহসী ডান্সের ভিডিওগুলি এখনকার সময়ে মুহূর্তের মধ্যে ভাইরাল হচ্ছে সোশ্যাল মিডিয়ায়।

ভোজপুরি গানে পারফরম্যান্স করে বেশিরভাগ যুবক ও যুবতীরা জায়গা করে নিচ্ছে সংবাদ শিরোনামে।

আরও পড়ুন -  নিরহুয়ার হৃদয়ে আগুন আম্রপালি দুবেকে দেখে, বাড়ির বাচ্চাদের সামনে দেখবেন না – AMRAPALI ROMANCE VIDEO

আমরা যদি ভোজপুরি গানের কথা বলি, এই ইন্ডাস্ট্রির সেরা জুটি হিসেবে ধরা হয় নিরহুয়া ও আম্রপালিকে। দুজনের জুটিতে একাধিক বোল্ড পারফরমেন্সের ভিডিও রাতারাতি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

আম্রপালি ও নিরহুয়া একসাথে প্রায় ৩০টির বেশি সিনেমায় অভিনয় করেছেন। আর ১০০টির বেশি অ্যালবাম গানে পারফরমেন্স করেছেন।

আরও পড়ুন -  Bhojpuri Song: নীরাহুয়ার সঙ্গে ঘনিষ্ঠ অভিনেত্রী মধু প্রবল বর্ষণে, ইন্টারনেটে ছড়াল ভিডিও

বহুবার ভোজপুরির এই জনপ্রিয় জুটি নিজেদের বোল্ড পারফরমেন্সের কারনে সংবাদ শিরোনামে জায়গা করেছেন। যেখানে তাদেরকে এড করতে একাধিক হট দৃশ্যে অভিনয় করতে দেখা গেছে। ইন্টারনেট দুনিয়ায় এই জুটির কয়েক কোটি ফলোয়ার্স আছে।

তাঁরা নিয়মিত আম্রপালি-নিরহুয়ার রোমান্স উপভোগ করেন।

বর্তমানে ভোজপুরির এই জনপ্রিয় জুটির একটি গান রীতিমতো ভাইরাল হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। এখানে দুজনকেই ব্ল্যাক ড্রেসে উদ্দাম রোমান্স করতে দেখা গেছে। “জাদা লাগে বড় কাদা” গানটিতে বন্ধ ঘরে খাটের উপর আম্রপালির সাথে একাধিক উষ্ণ দৃশ্য সৃষ্টি করতে দেখা গেছে। ঘরে তাঁদের হট দৃশ্য গুলো দেখে এই শীতের মধ্যেও ঘামতে শুরু করেছেন নেটিভক্তরা।

আরও পড়ুন -  ভোজপুরি অভিনেত্রী মোনালিসা, হলুদ শাড়িতে বোল্ড, তাপমাত্রা বাড়িয়েছে অভিনেত্রীর হটনেস, PHOTOS