Bhojpuri: বাহানায় আম্রপালির সাথে এই কাজ করলেন নিরাহুয়া সুহাগ রাতে, ভিডিও ভাইরাল

Published By: Khabar India Online | Published On:

Bhojpuri: বাহানায় আম্রপালির সাথে এই কাজ করলেন নিরাহুয়া সুহাগ রাতে, ভিডিও ভাইরাল।

বিনোদন দুনিয়ায় ভোজপুরি সিনেমায় নিরহুয়া ও আম্রপালি দুবের রসায়ন সকলে দারুন পছন্দ করেন। এই দুজনের রোমান্টিক ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে থাকে।

তাঁদের দুজনের সোহাগ রাতের ভিডিও আগেও অনেকবার সোশ্যাল মিডিয়াতে পেয়েছে জনপ্রিয়তা। এই দুজনের সুপার হিট ভোজপুরি সিনেমা আই মিলান কি বেলার কিছু গান এখন ভোজপুরি দুনিয়ায় সুপারহিট।

আরও পড়ুন -  পুলিশের সাহস ও ক্ষমতা থাকলে তাকে গ্রেপ্তার করে দেখানঃ দিলীপ ঘোষ

এই সিনেমার মন বড়ো করতা গানটি সোশ্যাল মিডিয়াতে সকলের মন জয় করতে শুরু। এই গানের ভিডিওতে দুজনকে অত্যন্ত রোমান্টিক ভূমিকায় দেখা গেছে। গানের লিরিক্স এর সাথেই এই গানের মিউজিক সবার মনে একেবারে গেঁথে গেছে।

আরও পড়ুন -  Future Epidemics: ভবিষ্যৎ মহামারি আরও মারাত্মক হতে পারে

এই সিনেমার আরো একটি গান রয়েছে যেটা আরো বেশি জনপ্রিয় হয়েছিল একটা সময়ে। এই গানটি হল নিরাহুয়া ও আম্রপালি অভিনীত গিরাদ পর্দা। এই গানের ভিডিওটি এখনোও ইউটিউবে অনেক মানুষ দেখে থাকেন।

আরও পড়ুন -  Nirab - Mahi: নিরব ও মাহি, প্রথমবারের মতন একসঙ্গে হাজির হতে চলেছেন

গানের লিরিক্স লিখেছেন ইন্দু রাজ। এই গানটি গেয়েছেন ইন্দু সোনালী এবং নিরাহুয়া। গানের ভিডিওটি এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। ভিডিওটি মূলত ইউটিউবে ভাইরাল হয়েছে। এই গানের ভিডিওর নিচে করেছেন মজাদার সব কমেন্ট। অনেকে নিরাহুয়ার প্রতি নিজের ভালোবাসা ব্যক্ত করেছেন।