37 C
Kolkata
Saturday, May 18, 2024

শিলিগুড়িতে জগদ্ধাত্রী পুজোর উদ্বোধনের মেয়র

Must Read

সজল দাশগুপ্ত, শিলিগুড়িঃ  শিলিগুড়িতে জগদ্ধাত্রী পুজোর উদ্বোধনের মেয়র।

আজ শিলিগুড়ির অন্যতম জগদ্ধাত্রী পুজো উদ্বোধন হল। উল্লেখ্য, উত্তরবঙ্গের অন্যতম জগদ্ধাত্রী পুজোর উদ্বোধন হয়ে গেল। শিলিগুড়ি জংশন সংলগ্ন এলাকায় আলিঙ্গন ক্লাবের ব্যবস্থাপনার প্রতি বছর ঘটা করে জগদ্ধাত্রী পুজোর আয়োজন করা হয়ে থাকে। এই বছরও মহা ধুমধাম করে পুজোর আয়োজন করা হয়েছে। ১৪ তম বছরে পদার্পণ করলো পুজো।

আরও পড়ুন -  CAA and NRC: মতুয়ারা সকলেই নাগরিক, সিএএ ও এনআরসি চালু করলে, আন্দোলন শুরু করবে মতুয়ারা

এদিন এই পুজোর উদ্বোধন হলো, উদ্বোধনে উপস্থিত ছিলেন মেয়র গৌতম দেব, ডেপুটি মেয়র রঞ্জন সরকার সহ আরো অন্যান্যরা। আগামী ২৪ তারিখ পর্যন্ত চলবে পুজো উপলক্ষে বিভিন্ন কর্মসূচি। এই বিষয়ে ক্লাবের এক সদস্য জানিয়েছেন প্রতিবছরের মতো এ বছরও বিভিন্ন কর্মসূচি রয়েছে পূজা উপলক্ষে। পুজো উপলক্ষে প্রতিদিনই থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান। এবারে পূজোর থিম মা জগদ্ধাত্রী কাছে প্রার্থনা করা যাতে কৃষি কাজ ভালোমতো হয়, জলবায়ু পরিবর্তনের কারণে কৃষি কাজে বাধা পরছে। তাই মায়ের কাছে আহ্বান কৃষি কাজ যেন ভালো মতো হয় সেই বিষয়ে তুলে ধরেছে এই পুজো মন্ডপ।

আরও পড়ুন -  সৃষ্টিশীলতার গলা টিপে মারি তা হলে আর রইল কী? আমি এটা কোনো দিন করতে পারব নাঃ পাওলি

Latest News

Web Series: পুত্রবধূ বাড়িতে একলা থাকায় সম্পর্কে জড়ালেন শ্বশুর, এই ভিডিওটি একদম একলা দেখবেন

Web Series: পুত্রবধূ বাড়িতে একলা থাকায় সম্পর্কে জড়ালেন শ্বশুর, এই ভিডিওটি একদম একলা দেখবেন।  Web Series টি ১৮+উদ্ধের জন্য। ওয়েব...
- Advertisement -spot_img

More Articles Like This

- Advertisement -spot_img