সোশ্যাল মিডিয়ায় কাঁপাচ্ছে এই ভিডিও, ‘Chunnari Chunnari’ গানে নজরকাড়া নাচ যুবতীর, দেখে নিন

Published By: Khabar India Online | Published On:

সোশ্যাল মিডিয়া এখন বিনোদনের গুরুত্বপূর্ণ একটি মাধ্যম হয়েছে। প্রায় সকলেই সোশ্যাল মিডিয়াকে অবসরের সঙ্গী হিসাবে নিয়েছেন। এই অবস্থায় তারা নিজেদের বেশিরভাগ সময়টা কাটিয়ে দেন।

সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলিও নেটনাগরিকদের হতাশ করে না। প্রতিদিন প্রতিমুহূর্তে বহু ধরনের বিনোদনমূলক ঝলক নিয়ে হাজির হচ্ছেন। অবশ্য সেই প্রসঙ্গে সন্দেহের অবকাশই নেই।

আরও পড়ুন -  খোলা পিঠে কোমর নাচিয়ে মন কাড়লেন ভক্তদের হৃদয়, দেখে প্রশংসায় পঞ্চমুখ (Viral Video)

সাম্প্রতিক ভাইরাল হওয়া ঝলকে আলিশা নামের এক যুবতীকে দেখা গেছে। আলিশা একজন দক্ষ নৃত্যশিল্পী। অবশ্য তার অফিসিয়াল ইউটিউব চ্যানেলের পাতায় নজর রাখলেই স্পষ্ট হয়ে যাবে। আলিশা নিজের ৮ মাস আগেকার একটি নাচের ঝলকের সূত্র নিয়ে আবার চর্চিত হচ্ছেন।

আরও পড়ুন -  TMC এখন ডাস্টবিন ও বৃদ্ধাবাস হয়ে গেছে, বিজেপি নেতা দিলীপ ঘোষ

তার সেই নাচের ঝলক পৌঁছে গিয়েছে প্রায় সাড়ে ছয় লাখের মানুষের কাছে। এই ঝলকে বলিউডের গানের তালেই তাল মিলিয়ে নজর কেড়েছেন।

এদিন আলিশা ‘বিবি নম্বর ১’ ছবির গানেই নেচেছেন। উল্লেখ্য, ছবির অন্যতম ব্লকবাস্টার হিট গান ‘চুনাড়ি চুনাড়ি’। সাম্প্রতিক ভাইরাল হওয়া ঝলকে অভিজিৎ ভট্টাচার্য এবং অনুরাধা শ্রীরামের গাওয়া গানের তালে তাল মিলিয়েই আপাতত একাংশের মাঝে চর্চিত আলিশা। ঝলকে তিনি ছাই রঙের ঘাঘড়া চোলির সাথেই মানানসই কমলা রঙের ওড়নাও।

আরও পড়ুন -  Chhat Puja: ছট ব্রতীদের পুজোর উপকরণ ও সামগ্রী তুলে দেওয়া হচ্ছে