34 C
Kolkata
Sunday, May 19, 2024

বড়িশা প্লেয়ার্স কর্নারের পুজো মণ্ডপে অঞ্জলি দিলেন সৌরভ গাঙ্গুলি ও ডোনা গাঙ্গুলি

Must Read

নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ  রবিবার দুপুর ১২.৩০ মিনিট নাগাদ বড়িশা প্লেয়ার্স কর্নারের পুজো মণ্ডপ অঞ্জলি দিলেন সৌরভ গাঙ্গুলি ও ডোনা গাঙ্গুলি।

বেহালার বীরেন রায় রোড রাজ্যতো বটেই গোটা বিশ্বের মানচিত্রে পরিচিত নাম যে রাস্তা দিয়ে ঢুকে কিছুটা এগিয়ে ঠিক বাঁ হাতে পড়বে বিখ্যাত সেই অট্টালিকা কিংবদন্তি ক্রিকেটার সৌরভ গঙ্গোপাধ্যায় এর বাড়ি।

আরও পড়ুন -  কো-অপারেটিং মার্কেটিং সোসাইটির কমিটির চ‍েয়ারম‍্যানের বিরদ্ধে একাধিক দূর্নীতির অভিযোগ

সেই বাড়ির গা ঘেঁষে গড়ে উঠেছে কাঠের উপর রং তুলির টানে গড়ে উঠেছে বড়িশা প্লেয়ার্স কর্নারের পুজো মণ্ডপ। ১৯৭২ সালে সৌরভের বাবা চণ্ডী গঙ্গোপাধ্যায় এর উদ্যোগে শুরু হয়েছিল পুজো। সৌরভের জন্মের বছর থেকেই দাদার বয়স আর বড়িশা প্লেয়ার্স কর্নারের পুজোর বয়স সমানুপাতে বাড়ছে। পায়ে পায়ে এবার একান্ন।

আরও পড়ুন -  Aadhaar Card: সাবধান নকল আধার কার্ড থেকে, স্মার্টফোনের মাধ্যমে যাচাই করুন

আর এ বছর দাদার পুজোয় পরিবেশ রক্ষার বার্তা। এবারের বিষয়ভাবনা ‘বোধ’। বড়িশা প্লেয়ার্স কর্নারের এবারের থিম বোধ দুর্গাপুজোয় দেওয়া হবে সচেতনতার বার্তা। মণ্ডপ নির্মাণ করেছেন সন্দীপ মুখোপাধ্যায়। প্রতিমাশিল্পী উৎপল ঘোষ।

আরও পড়ুন -  নবমী নিশি মা দুর্গার সাথে আমাদের মন ভারাক্রান্ত!

Latest News

পর পুরুষের সাথে সম্পর্ক রং দেওয়ার নাম করে, নির্জনে দেখুন এই শর্ট ফিল্মটি

পর পুরুষের সাথে সম্পর্ক রং দেওয়ার নাম করে, নির্জনে দেখুন এই শর্ট ফিল্মটি।  Short Film টি ১৮+উদ্ধের জন্য। শর্ট ফিল্ম,...
- Advertisement -spot_img

More Articles Like This

- Advertisement -spot_img