ক্ষমা করে দেয়ার দিন প্রাক্তনকে আজকে

Published By: Khabar India Online | Published On:

ক্ষমা করে দেয়ার দিন প্রাক্তনকে আজকে।

প্রাক্তনকে ক্ষমা করে দেয়ার দিন আজ ১৭ অক্টোবর। ২০১৮ সালে এর যাত্রা শুরু হয় বিচিত্র দিবসটির। সকলের জীবনেই প্রেম আসে। আবার প্রেম করে সবাই সফল হয় না। এ ক্ষেত্রে ব্যর্থ হওয়ার সংখ্যাই বেশির দিকে। সম্পর্ক ভেঙে যাওয়ার পর প্রাক্তনের প্রতি অধিকাংশেরই থাকে হাজারটা অভিযোগ আর প্রবল ঘৃণা। বুকের ওপর অনড় পাথর চাপিয়ে রাখা।

আরও পড়ুন -  Earthquake in Turkey-Syria: ৩৬ হাজার প্রাণহানি ছাড়াল, তুরস্ক ও সিরিয়ায় ভয়াবহ ভূমিকম্পে

এর চেয়ে বরং প্রাক্তনকে নিঃশর্তে ক্ষমা করে দিলে কি রকম হয়? এই রকম অসহনীয় অতীতকে ভুলে যাওয়ার ক্ষেত্রে এর চেয়ে সহজ দ্বিতীয়টি নেই। চলে যাওয়া মানুষটিকে নিজের ভেতর ঘৃণায় বাঁচিয়ে রেখে কি লাভ? এর চেয়ে ক্ষমা করে দিয়ে নিজের জীবনে সুখি হওয়াই সব চেয়ে উত্তম। প্রাক্তনকে ক্ষমা করে দেয়ার এই দিবসে আরেকবার মনে করুন। যা মনে রয়েছে অভিযোগ, ক্ষোভ অথবা ঘৃণা সব কিছু ভুলে গিয়ে বলে দিতে পারেন, তোমাকে মাফ করে দিলাম। অতীত ভুলে সামনে দিকে যাওয়ার পথে দিনটি এক শুভবার্তা। প্রাক্তনকে জানাতে পারেন, তোমাকে ক্ষমা করে দিলাম।

আরও পড়ুন -  Kanchanjunga Express Accident: ট্রেন দুর্ঘটনার আসল কারণ কী? রেল কী বলেছে?

ছবিঃ সংগৃহীত।