বন্দুকধারীর গুলিতে নিহত ২, বেলজিয়ামে

Published By: Khabar India Online | Published On:

বন্দুকধারীর গুলিতে নিহত ২, বেলজিয়ামে।

গোলাগুলির ঘটনা ঘটেছে বেলজিয়ামের শহর ব্রাসেলসে। অন্তত দুজন নিহত হয়েছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।প্রসিকিউটরের তথ্য অনুযায়ী, বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, ব্রাসেলসের মধ্যাঞ্চলীয় বুলেভার্ড ডি’ইপ্রেসের কাছে স্থানীয় সময় রাত ৭টায় এ হামলার ঘটনা ঘটেছে। অভিযুক্ত হামলাকারী এখনও পলাতক।

আরও পড়ুন -  Brazil Jersey: জার্সি উন্মোচন করলো ব্রাজিল, বিশ্বকাপে

প্রসিকিউটর দফতরের এক মুখপাত্র বলেছেন, তদন্ত শুরু করা হয়েছে, কিন্তু বন্দুকধারীর উদ্দেশ্য সম্পর্কে তারা এখনো কিছু জানতে পারেনি। স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, নিহতরা সুইডিশ নাগরিক বলে ধারণা করা হচ্ছে। স্বয়ংক্রিয় রাইফেল ব্যবহারকারী বন্দুকধারী ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। জানা গেছে, নিহত দুজনই সুইডিস নাগরিক। সোমবার সন্ধ্যায় গোলাগুলির স্থান থেকে প্রায় ৩ মাইল দূরে হেইসেল স্টেডিয়ামে বেলজিয়ামের বিপক্ষে সুইডিশ জাতীয় দলের একটি ফুটবল ম্যাচ ছিল।

আরও পড়ুন -  Shinzo Abe: ‘গুলিবিদ্ধ’ শিনজো আবে মারা গেলেন

সূত্রঃ বিবিসি, এএফপি। ছবিঃ সংগৃহীত।