১৯০০ ফিলিস্তিনি নিহত ইসরায়েলের হামলায়

Published By: Khabar India Online | Published On:

১৯০০ ফিলিস্তিনি নিহত ইসরায়েলের হামলায়।

ফিলিস্তিনের গাজা উপত্যকায় স্থল অভিযান শুরু করেছে দখলদার ইসরায়েলি সেনাবাহিনী। হামাস যোদ্ধারা ইসরায়েলের দক্ষিণাংশে নজিরবিহীন হামলা চালানোর এক সপ্তাহের মাথায় স্থল অভিযান শুরু করলো। শুক্রবার রাতে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

আরও পড়ুন -  Strike Called Off: শ্রমিকদের কর্মবিরতি উঠে গেল শুক্রবার

গাজার স্বাস্থ্যমন্ত্রণালয় জানিয়েছে, অবরুদ্ধ অঞ্চলে ইসরায়েলি বোমাবর্ষণে সাত দিনে ৬১৪ শিশু, ৩৭০ জন নারীসহ কমপক্ষে ১৯০০ ফিলিস্তিনির মৃত্যু হয়েছে। আহত প্রায় আট হাজার ফিলিস্তিনি।

আগে উত্তর গাজায় বসবাসকারী ১০ লাখের বেশি ফিলিস্তিনিকে সরে যাওয়ার জন্য ২৪ ঘণ্টা সময় বেঁধে দেয় ইসরায়েল। দক্ষিণ গাজায় চলে যেতে বলা হয়।

আরও পড়ুন -  IPL 2023: রবি শাস্ত্রী তুলোধোনা করলেন উমরানকে, ভুলভাল লেন্থে করছেন বোলিং, গায়ের জোরে

লেবাননে দখলদার ইসরায়েলি সেনাবাহিনীর হামলায় ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্সের এক ফটো সাংবাদিক নিহত হয়েছেন। আহত হয়েছেন আল জাজিরা, রয়টার্স এবং এপিসহ অন্যান্য আন্তর্জাতিক সংবাদমাধ্যমের বেশ কয়েকজন সাংবাদিক।ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফ জানিয়েছে, রয়টার্স নিশ্চিত করেছে ইসরায়েলের হামলায় তাদের এক সাংবাদিক নিহত হয়েছেন।

আরও পড়ুন -  Italy: নৌকাডুবি ইতালিতে পর্যটকবাহী, নিহত ৩

ছবিঃ সংগৃহীত।