মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়, দুর্গাপুরের ফুলঝোড় সার্বজনীন দুর্গাপুজোর ভার্চুয়াল উদ্বোধন

Published By: Khabar India Online | Published On:

নিজস্ব সংবাদদাতা, দুর্গাপুরঃ  বৃহস্পতিবার সন্ধ্যায় দুর্গাপুরের ফুলঝোড় সার্বজনীন দুর্গাপুজো কমিটির দুর্গাপুজোর ভার্চুয়াল উদ্বোধন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। এদিন সারা রাজ্যব্যাপী বিভিন্ন জেলার ক্লাবগুলি সঙ্গে সঙ্গে পশ্চিম বর্ধমানের ও বেশ কয়েকটি পুজো মণ্ডপের ভার্চুয়াল উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। দুর্গাপুরেও তিনটি পুজো মণ্ডপের ভার্চুয়াল উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন -  চীনা সামরিক জাহাজকে নোঙরের অনুমতি দিলো শ্রীলঙ্কা, ভারতের আপত্তি সত্ত্বেও

যার মধ্যে সার্বজনীন পুজো মন্ডপ উদ্বোধন অনুষ্ঠান ছিল অন্যতম। সেদিন উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সি আই কৃষ্ণেন্দু বিশ্বাস, বিশিষ্ট চিকিৎসক উদয়ন চৌধুরী, ক্লাবের প্রেসিডেন্ট এবং সেক্রেটারি সহ অন্যান্য ক্লাব সদস্যরা।

আরও পড়ুন -  অভিনেতা মনু মুখোপাধ্যায় প্রয়াত