ফিরহাদ হাকিমের বাড়িতে সিবিআই

Published By: Khabar India Online | Published On:

নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ  সাতসকালেই ফিরহাদ হাকিমের বাড়িতে হানা দিয়েছিল সিবিআই। যা নিয়ে রাজনৈতিক মহলে জোর শোরগোল চলছে। এরইমধ্যে এবার কামারহাটির বিধায়ক মদন মিত্রের বাড়িতেও গেল সিবিআই। তাঁর ভবানীপুরের বাড়িতে চলছে অভিযান। সিবিআই সূত্রে খবর, পুর নিয়োগ দুর্নীতির তদন্তেই চলছে এই অভিযান। এর আগে গত বৃহস্পতিবার রাজ্যের খাদ্যমন্ত্রী রথীন ঘোষের বাড়িতে হানা দিয়েছিল ইডি। দীর্ঘসময় ধরে চলেছিল তল্লাশি।

আরও পড়ুন -  Record 19 Cards: আর্জেন্টিনা-নেদারল্যান্ড ম্যাচ, ১৯টি কার্ডে রেকর্ড হলো

এদিন সকালেই আচমকা মদন মিত্রের বাড়ি ঘিরে ফেলে সিআরপিএফ জওয়ানরা। তারপরই শুরু হয় সিবিআইয়ের তল্লাশি। মদন মিত্রের বাড়ির গেট পুরোপুরি বন্ধ করে রাখা হয়েছে। বাইরের কাউকেই ভিতরে ঢুকতে দেওয়া হচ্ছে না বলে খবর। নিয়ে নেওয়া হয়েছে বিধায়কের মোবাইল। কয়েকদিন আগেই কামারহাটি পৌরসভায় গিয়েছিল ইডি।

আরও পড়ুন -  ন্যাশনাল ডিফেন্স কলেজের হীরক জয়ন্তী উদযাপন