Japan Earthquake: শক্তিশালী ভূমিকম্প জাপানে, সুনামি ধেয়ে আসছে

Published By: Khabar India Online | Published On:

শক্তিশালী ভূমিকম্প জাপানে, সুনামি ধেয়ে আসছে।

৬ দশমিক ৬ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে জাপানের পশ্চিম প্রশান্ত মহাসাগরীয় দ্বীপ ইজুতে। বৃহস্পতিবার বেলার দিকে ভূমিকম্পটি আঘাতের পর সুনামি সতর্কতা জারি করেছে কর্তৃপক্ষ। জাপানি সংবাদমাধ্যম জাপান টাইমসের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

আরও পড়ুন -  Dog: জীবিত কুকুর উদ্ধার ভূমিকম্পের তিন সপ্তাহ পর, তুরস্কে ভূমিকম্পের ধ্বংস্তূপ

জাপানের মিটিওরোলজিক্যাল এজেন্সির সতর্কতা অনুসারে, সুনামির ঢেউয়ের উচ্চতা ১ মিটার পর্যন্ত হতে পারে। শুধু ইজু দ্বীপ নয়, জাপানের চিবা থেকে শুরু করে কাগোশিমা প্রিফেকচার পর্যন্ত বিস্তৃত এলাকা এই সুনামি সতর্কতার থাকবে বলে জানানো হয়েছে। এ ক্ষেত্রে সুনামির ঢেউয়ের উচ্চতা ২ মিটার পর্যন্ত উঁচু হতে পারে।

আরও পড়ুন -  Afghanistan-Earthquake: শক্তিশালী ভূমিকম্প আফগানিস্তানে

ভূমিকম্পটি বেলা ১১টার দিকে প্রশান্ত মহাসাগরের দ্বীপ ইজুর ত্রোশিমা অঞ্চলে আঘাত করে। এই ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে। উপকূলীয় এবং নদীর মোহনা অঞ্চলের লোকজনকে মূল ভূখণ্ডের উঁচু এলাকায় সরে যাওয়ার পরামর্শ দিয়েছে।

আরও পড়ুন -  মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্রুত আরোগ্য কামনায় কল্যানেশ্বরী মন্দিরে পূজো দিলেন তৃণমূলের কর্মী সমর্থকরা

অন্য প্রতিবেদনে সংবাদমাধ্যম গালফ নিউজ বলছে, জাপানের ইজু দ্বীপপুঞ্জের কাছে বৃহস্পতিবার আঘাত হানা ভূমিকম্পের মাত্রা রিখটার স্কেলে ৬.১ মাত্রার ছিল বলে জানিয়েছে মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস।

ছবিঃ সংগৃহীত।