দর্শকদের মন জিতে নিল ফুকরে ৩, কোটি টাকার সাথে করলো ওপেনিং

Published By: Khabar India Online | Published On:

তৃতীয় ছবি ফুকরে ইতিমধ্যেই হিট হয়ে গিয়েছে বলিউডের জনপ্রিয় ফিল্ম সিরিজ ফুকরে। সিরিজের দুটি ছবি এই পর্যন্ত হয়েছে সুপারহিট। দর্শকরা আগ্রহে অপেক্ষা করছিলেন এই সিরিজের তৃতীয় ছবি দেখার জন্য। এই ছবিতে প্রধান ভূমিকায় অভিনয় করেছেন বরুণ শর্মা, পুলকিত সম্রাট, রিচা চাড্ডা ও পঙ্কজ ত্রিপাঠি।

সমালোচকদের বেশ প্রশংসিত হয়েছে ফুকরে ৩। জানা যাচ্ছে, এই ছবির বাজেট মোটামুটি ৪০ কোটি টাকা। এবার দেখুন প্রথম দিনে ছবিটি কত টাকা আয় করেছে।

আরও পড়ুন -  দুই ফিচার নিয়ে হাজির হল, Google মেসেজ

বক্স অফিসে রিপোর্ট অনুযায়ী, প্রথম দিনেই ৮ কোটি টাকা আয় করেছে ছবিটি। সকাল ও বিকেলের টিকিট বুকিং এর উপর ভিত্তি করে জানা যাচ্ছে এই ছবিটি ইতিমধ্যেই প্রেক্ষাগৃহে বেশ জনপ্রিয়।

বাণিজ্য বিশেষজ্ঞরা মনে করছেন, এই ছবিটি আগামী সময়ে আয় বৃদ্ধি করতে চলেছে। জানিয়ে রাখি ২০১৩ সালে প্রেক্ষাগৃহে ফুকরে ছবিটি মুক্তি পেয়েছিল। ২০১৮ সালে ফুকরে রিটার্নস ছবিটি মুক্তি পায়। দুটি ছবি এখনো পর্যন্ত বক্স অফিসে সুপারহিট তালিকায় রয়েছে।

আরও পড়ুন -  সবুজের মাঝে অপূর্ব নৃত্য পরিবেশন করলেন এই যুবতী ‘ছাম্মা ছাম্মা’ গানে, রইল VIDEO

এই সিরিজের প্রত্যেকটি ছবির পরিচালনা করেছেন মৃগদীপ সিং লাম্বা। জানা গেছে, ফুকরে ৩ ছবিতে বরুণ পুলকিত ও মঞ্জোত একটা নতুন জীবন শুরু করছেন। প্রথম জীবন থেকে বেরিয়ে এসে তারা নতুন করে জীবন শুরু করলেও এখনও পর্যন্ত সাফল্য পায়নি।

আরও পড়ুন -  IPL 2023: ‘গোল্ডেন ডাক’ ফাস্ট বলে, রোহিতকে মুক্তি দিলেন দীনেশ কার্তিক, চলতি আইপিএলে লজ্জার রেকর্ড থেকে

অপরদিকে, এখানে একটা নির্বাচনের গল্প আছে। জানা যাচ্ছে, রিচা চাড্ডার চরিত্রটি মানে ভলি পাঞ্জাবান ও পুল্কিত সম্রাট মানে হানি নির্বাচনে একে অপরের মুখোমুখি হয়েছেন। দেশি কমেডি ফ্রাঞ্চাইজি হিসেবে ছবিটি মন কেড়ে নেবে। ভোটের লড়াইয়ে রিচা ও পুলকিতের মুখোমুখি হবার পরই একের পর এক চমক ধরানো ঘটনা ঘটে। এই রকম ঘটনা দেখে দর্শকরা হেসে লুটোপুটি।