৭ বছর পর ভারতে পাকিস্তান ক্রিকেট দল, বাবরের মুচকি হাসি

Published By: Khabar India Online | Published On:

ভারতে পৌঁছেছে পাকিস্তান ক্রিকেট দল ২০২৩ সালের বিশ্বকাপ খেলার জন্য। বাবর আজমের নেতৃত্বাধীন পাকিস্তান দল বুধবার রাতে হায়দ্রাবাদে পৌঁছায়। বিমানবন্দরে অভ্যর্থনা জানানো হয় টিম পাকিস্তানকে। ২০২৩ সালের বিশ্বকাপ শুরু হওয়ার কথা ৫ অক্টোবর।

প্রথম ম্যাচে মুখোমুখি হবে ইংল্যান্ড এবং নিউজিল্যান্ড। পাকিস্তানের প্রথম ম্যাচ নেদারল্যান্ডসের বিপক্ষে। আগামী ৬ অক্টোবর হায়দ্রাবাদে অনুষ্ঠিত হবে।

হায়দ্রাবাদ বিমানবন্দরে উপস্থিত সকলের আকর্ষণের কেন্দ্র ছিলেন পাকিস্তান ক্রিকেট দলের খেলোয়াড়রা। বাবর আজম, শাহিন আফ্রিদি এবং ফখর জামান সহ পাকিস্তানের একাধিক তারকা ক্রিকেটার বিমানবন্দরে ফ্রেম বন্দী হয়েছেন। খেলোয়াড়দের পাশাপাশি ক্রিকেট দলের সাপোর্ট স্টাফরাও ভারতে এসেছে।

আরও পড়ুন -  Goa Assembly Elections: গোয়ার বিধানসভা নির্বাচনকে টার্গেট করে তৎপর হয়েছেন মমতা বন্দোপাধ্যায়

তাঁরা বিমানবন্দর থেকে সরাসরি হোটেলে চলে যায়। হায়দ্রাবাদ বিমানবন্দরের বাইরে পাকিস্তানি খেলোয়াড়দের দেখার জন্য ভালো ভিড় জমেছিল। ভক্তরা অনেকে মোবাইল ফোনের ক্যামেরায় পাকিস্তানি খেলোয়াড়দের ছবি তুলেছেন।

আরও পড়ুন -  Bhojpuri: উদ্দাম রোম্যান্সে মাতামাতি আম্রপালি, নিরাহুয়ার ঠোঁটে ঠোঁট লাগিয়ে, এই ভিডিওর গান বাচ্চাদের সামনে দেখা যাবে না

উল্লেখ্য, ভারত এবং পাকিস্তানের মধ্যকার ম্যাচটির জন্য ক্রিকেটপ্রেমীরা অধীর আগ্রহে অপেক্ষায় রয়েছেন। নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচ খেলার পর ১০ অক্টোবর শ্রীলঙ্কার বিপক্ষে খেলবে পাকিস্তান দল। ম্যাচটি অনুষ্ঠিত হবে হায়দ্রাবাদে। তারপর ১৪ অক্টোবর আহমেদাবাদে ভারত ও পাকিস্তানের মধ্যকার বহু আলোচিত ম্যাচটি হবে। সেমিফাইনালের আগে পাকিস্তানের শেষ ম্যাচ ইংল্যান্ডের বিপক্ষে। আগামী ১১ নভেম্বর কলকাতায় অনুষ্ঠিত হবে এই ম্যাচটি।

আরও পড়ুন -  Gold Price Today: তৃতীয় দিনেও সস্তা সোনা, জানুন সোনার বাজারদর

পাকিস্তানের স্কোয়াডঃ

বাবর আজম (অধিনায়ক), শাদাব খান, ফখর জামান, ইমাম-উল-হক, আবদুল্লাহ শফিক, মোহাম্মদ রিজওয়ান, সৌদ শাকিল, ইফতিখার আহমেদ, সালমান আলী আগা, মোহাম্মদ নওয়াজ, উসামা মীর, হারিস রউফ, হাসান আলী, শাহিন আফ্রিদি এবংমোহাম্মদ ওয়াসিম।