বারণ করলেন ফারিণ, লিংক খুঁজতে

Published By: Khabar India Online | Published On:

নায়িকা তাসনিয়া ফারিণ এখন আলোচিত। তিনি দ্রুত সময়ের মধ্যে নিজের অভিনয় দিয়ে দর্শকের মন জয় করেছেন। ওপার জয় করার পর এখন অভিনয়ের দ্যুতি ছড়াচ্ছেন পশ্চিমবঙ্গে।

সদ্য মুক্তি পেয়েছে ফারিণ অভিনীত ওয়েব ফিল্ম ‘পুনর্মিলন। এটির প্রচরণা করতে গিয়ে ফারিণ তার ফেসবুকে লিংক না খোঁজার অনুরোধ জানিয়ে পোস্ট করেন এই নায়িকা।

এই ওয়েব ফিল্মটি নির্মাণ করেছেন মিজানুর রহমান আরিয়ান। কাজিনদের সম্পর্কের নানান বাঁক-মাত্রা, আনন্দ-হাসি, টুকরো অভিমান, কিছু টানাপোড়েন, সংশয় এবং দ্বন্দ্বের গল্প এখানে দেখানো হয়েছে।

আরও পড়ুন -  Bhojpuri: বাথরুমের ভিতরে আম্রপালির সঙ্গে রোমান্টিক হলেন নিরহুয়া, এই সব ভিডিও বাচ্চাদের সামনে দেখা যাবে না

এ সিনেমার মাধ্যমে প্রথমবারের মতো জুটি বাঁধলেন সিয়াম এবং ফারিণ।

প্রচরণা করতে গিয়ে ফারিণ তার ফেসবুকে লেখেন, লিংক না খুঁজে চরকিতে গিয়ে দেখেন। তার ভক্তরা বিষয়টি মজার ছলেই নিয়েছেন। পুনর্মিলনের গল্প নিয়ে ফারিণ বলেছিলেন, একটি বন্ধুত্বের গল্প, ভালোবাসার গল্প, ফিরে আসার গল্প দেখানো হয়েছে।

আমাদের দেশে ফিল গুড কাজ খুব কম হয়। আরিয়ান আমার চোখে এক অসাধারণ গল্পকথক। তার সঙ্গে আমার ছোট পর্দায় অল্প কিছু কাজ হয়েছে। আমি অবাক হই যে দর্শক আজও আমাদের প্রত্যেকটা কাজের কথা মনে রেখেছে।

আরও পড়ুন -  Kalbaishakhi Alert: দক্ষিণবঙ্গের কোন কোন জেলায় চলবে তাণ্ডব? বইবে লু, কালবৈশাখীর সতর্কতা, আবহাওয়ার খবর

সিয়ামের সঙ্গে কাজের অভিজ্ঞতা নিয়ে তিনি বলেন, সিয়াম দারুণ গুণী একজন অভিনেতা। তার সাথে স্ক্রিন শেয়ার করে আমি আনন্দিত। আমরা এক হয়েছি খুব সুন্দর একটা গল্প বলার জন্যই। এই সিনেমা দর্শক দেখে ভালোবেসে ফেলবে। বিশেষ করে যারা জয়েন্ট ফ্যামিলিতে বড় হয়েছে, যারা বন্ধু হারিয়েছে তারা এই সিনেমা দেখে কাঁদবে।

আরও পড়ুন -  Lease Truss: কে এই লিজ ট্রাস? যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী

দর্শক নিজেকে আবিষ্কার করবে ভালোবাসার এক পুনর্মিলনে। সিয়াম এবং ফারিণ ছাড়াও সিনেমাটিতে অভিনয় করেছেন শাশ্বত দত্ত, নূর ইমরান মিঠু, তাজনূভা জাবীন নওবা তাহিয়া, দীপ্ত দে, জান্নাতুল ফেরদৌস কাজল, টুনটুনি হামিদ, মানস বন্দ্যোপাধ্যায়, শোয়েব মনির, হামিদুর রাহমান, গোলাম ফরিদা ছন্দা ও মালা ভট্টাচার্য্য সহ অনেকে।

ছবিঃ সংগৃহীত।