SRK-র সিনেমা সারা বিশ্বে তোলপাড়, এবার প্রবেশ করবে ১,০০০ কোটির ক্লাবে ‘জাওয়ান’

Published By: Khabar India Online | Published On:

কোথায়ে শেষ হবে বলা খুব মুশকিল। বলিউডে আবার রেকর্ড! প্রেক্ষাগৃহে মুক্তির পর থেকে বক্স অফিসে একের পর এক রেকর্ড ভাঙছে শাহরুখ খানের “জাওয়ান” সিনেমা।

জানা যাচ্ছে, শীঘ্রই ১,০০০ কোটি টাকার ক্লাবের প্রবেশ করবে বলিউডের বাদশার সিনেমা। আপনাদের বলে রাখি, দীর্ঘ প্রতীক্ষার পর ৭ই সেপ্টেম্বর ২০২৩ সালে মুক্তি পেয়েছে অ্যাটলি পরিচালিত, বলিউড বাদশাহর নতুন প্রথম প্যান ইন্ডিয়ান সিনেমা “জাওয়ান”। এখানে শাহরুখ খানকে ডাবল চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছে।

আরও পড়ুন -  দিল্লিতে রুশ ও ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী, কী চাইছেন?

তার সাথে মুখ্য চরিত্রে অভিনয় করতে দেখা গেছে দক্ষিণের জনপ্রিয় অভিনেত্রী নয়ন তারাকে।

আপনাদের বলি, ২ ঘন্টা ৪৫ মিনিটের এই দীর্ঘ চলচ্চিত্রে বিশেষ কয়েকটি চরিত্রের সংমিশ্রণ দেখা গেছে। ঋণে জর্জরিত কৃষকদের আত্মহত্যা, মানুষের স্বাস্থ্য নিয়ে খেলা, নির্ভয়ে শিল্প-কারখানা চলতে দেওয়া, জীবন এবং পরিবেশকে বিষাক্ত করা।

আরও পড়ুন -  সুপারহিট আরও একটি সিনেমা, কামিয়ে নিয়েছে দ্বিগুণ টাকা

গল্পে দুর্নীতির মাত্রা দেখানো হয়েছে যেখানে দুর্বল অস্ত্রধারী সেনা সৈন্যরা শত্রুদের সামনে নির্দোষভাবে প্রাণ হারায়। সমাজের আরও অনেক অন্যায়ের বাস্তবিক চিত্র তুলে ধরা হয়েছে এই সিনেমায়।

শাহরুখ খানের সাথে সিনেমাতে সঞ্জয় দত্ত, দীপিকা পাডুকোন ও দক্ষিণের অভিনেতা বিজয় সেতুপতিকে মুখ্য ভূমিকায় অভিনয় করতে দেখা গিয়েছে। সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার দিন এর HD প্রিন্ট ফাঁস হয়ে গিয়েছিল বিভিন্ন ওয়েবসাইটে। ফলে কোন প্রকার প্রভাব পড়েনি সিনেমাটির ব্যবসায়।

আরও পড়ুন -  Shefali Jariwala: কাঁটা লাগা গার্ল শেফালি, হট অবতারে, ভক্তদের হুঁশ ওড়ালেন

বিগত এক সপ্তাহের বেশি ধরে বলিউডের এই জনপ্রিয় সিনেমাটি সাফল্যমন্ডিতভাবে ব্যবসা করে চলেছে। সব ভাষা মিলিয়ে সিনেমাটির এখনও পর্যন্ত উপার্জন প্রায় ১,০০০ কোটি টাকা। অবাক হবেন, সব ভাষা মিলিয়ে এখনও পর্যন্ত সিনেমাটি দেখার জন্য প্রায় ২৫ লাখ মানুষ টিকিট ক্রয় করে ফেলেছেন।

ছবিঃ সংগৃহীত।