ডেঙ্গি কেড়ে নিল আদরের বোনকে, ভেঙে পড়লেন অভিনেতা সাহেব

Published By: Khabar India Online | Published On:

ডেঙ্গি কেড়ে নিল আদরের বোনকে, ভেঙে পড়লেন অভিনেতা সাহেব।

ডেঙ্গি কেড়ে নিল অভিনেতা সাহেব চট্টোপাধ্যায় (Saheb Chatterjee)-র ছোট বোন পিয়াসী চট্টোপাধ্যায় (Piyashi Chatterjee)-কে। তাঁর বোনের অকালপ্রয়াণের খবর 13 ই সেপ্টেম্বর, বুধবার ফেসবুকের মাধ্যমে সুনিশ্চিত করেছেন।

বুধবার দুপুরে আচমকাই সাহেব ফেসবুকে একটি পোস্ট করেন। তিনি লিখেছেন, তাঁর আগের পোস্টে ছোট বোন পিয়াসীর জন্য A+ রক্তের প্রয়োজনের কথা জানিয়েছিলেন সাহেব। পিয়াসীর সাহায্যার্থে দূর-দূরান্ত থেকে বহু রক্তদাতা এসে তাঁর পাশে দাঁড়িয়েছিলেন। পিয়াসী আর নেই। মাত্র তিন দিনের মধ্যে ডেঙ্গি সব কিছু শেষ করে দিয়েছে।

আরও পড়ুন -  সব রাজ্যই জিএসটি রূপায়ণে ঘাটতি মেটাতে অপশন-১ বেছে নিয়েছে

কোনো রক্তদাতার প্রয়োজন নেই। যাঁরা পিয়াসীর পাশে এসে দাঁড়িয়েছিলেন, সেই রক্তদাতাদের ধন্যবাদ জানিয়েছেন সাহেব। প্রার্থনা করেছেন পিয়াসীর আত্মার চিরশান্তি। পোস্টের শেষে স্মরণ করেছেন তাঁর আরাধ্য সাঁইরামকে। পিয়াসীর অকালপ্রয়াণে বিপর্যস্ত সাহেব। তাঁর ছোট বোনের প্রয়াণে শোকপ্রকাশ করেছেন সাহেবের সহকর্মী এবং অনুরাগীদের একাংশ।

আরও পড়ুন -  ‘শোলে’ খ্যাত অভিনেতা বীরবল, ৮৪ বছর বয়সে প্রয়াত, শোকের ছায়া বলিউডে

11 ই সেপ্টেম্বর, সোমবার ফেসবুকে সাহেব জানিয়েছিলেন, পিয়াসী ডেঙ্গিতে আক্রান্ত হয়ে কলকাতার বেলভিউ হাসপাতালের ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে ভর্তি। তাঁর শারীরিক পরিস্থিতির যথেষ্ট অবনতি হয়েছিল। প্রয়োজন ছিল A+ প্লেটলেটের রক্তদাতার যাঁর বয়স চল্লিশের নিচে হওয়া প্রয়োজন। অনেকেই সাহেবের সাথে যোগাযোগ করেছিলেন।তারপর পরিস্থিতি ক্রমশ উদ্বেগজনক হয়ে উঠেছিল। লড়াইয়ের অবসান হল বুধবার। চলে গেলেন না ফেরার দেশে।

আরও পড়ুন -  Samajik Suraksha Yojana: সামাজিক সুরক্ষা যোজনা, রাজ্যের শ্রমিকদের জন্য বিশেষ প্রকল্প, এককালীন ২.৫ লাখ টাকা ও পেনশন পাওয়ার সুযোগ!