Maharashtra: নিহত ৭, লিফট ছিঁড়ে ৪০ তলা থেকে

Published By: Khabar India Online | Published On:

নিহত ৭, লিফট ছিঁড়ে ৪০ তলা থেকে।

৪০ তলা থেকে লিফট ছিঁড়ে সাত শ্রমিকের মৃত্যু হয়েছে মহারাষ্ট্রের থানে এলাকায় নির্মাণাধীন একটি ভবনের।

এনডিটিভির এক প্রতিবেদনে, ঘটনাটি ঘটেছে রবিবার বিকেলে। ৪০ তলা থেকে লিফট ভেঙে পড়ে বেসমেন্টের তৃতীয় তলায়। সঙ্গে সঙ্গে পাঁচ জনের মৃত্যু হয়। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আরও দুই শ্রমিক।

আরও পড়ুন -  Maharashtra: রেলের ফুটওভার ব্রিজ ভেঙে আহত ১৩, মহারাষ্ট্রে

পুলিশ জানিয়েছে, কয়েকদিন আগেই ৪০ তলার ওই বহুতলটি তৈরি হয়েছে। বহুতলের ছাদে বেশ কিছু কাজ বাকি ছিল। সেই কাজ শেষ করেন সাত শ্রমিক। এরপরে লিফট দিয়ে নিচে নামছিলেন তারা। সেই সময়েই ঘটে।

আরও পড়ুন -  মহারাষ্ট্রে রাজনৈতিক সমস্যা শুরু, শিন্ডে এবং বিজেপি শিবিরে

এক ধাক্কায় মোট ৪৩ তলা নিচে ভেঙে পড়ে লিফট। ভেঙে পড়া লিফটে বন্ধ থাকা অবস্থাতেই পাঁচ শ্রমিকের মৃত্যু হয়। এই ঘটনার পর প্রশ্ন উঠছে লিফটের রক্ষণাবেক্ষণ নিয়ে।

আরও পড়ুন -  গণতন্ত্র বাঁচাও পশ্চিমবঙ্গ বাঁচাও, বিজেপি'র শহীদ কর্মীদের প্রতি শ্রদ্ধাঞ্জলি কর্মসূচি অনুষ্ঠিত হলো

সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দাবি, গত ২৩ আগস্টই লিফটের নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখা হয়েছিল। সেখানে কোনও সমস্যা দেখা যায়নি। যদিও কর্তৃপক্ষের এই দাবিকে ভুল বলে উড়িয়ে দিয়েছেন স্থানীয়রা। স্থানীয় প্রশাসন জানিয়েছে, লিফট ভেঙে পড়ার ঘটনার তদন্ত হচ্ছে।

ছবিঃ সংগৃহীত।