NIRAHUA’S MUSIC VIDEO: নিরহুয়ার মন কেঁপে উঠল প্রিয়াঙ্কা সিংয়ের ভরা যৌবনে, পার্কে এই রকম কাজ করলেন

Published By: Khabar India Online | Published On:

সম্প্রতি নেটজগতে একটি ভোজপুরি গান ভীষণরকম ভাইরাল। এখানে গানে দেখা গিয়েছে ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রির জনপ্রিয় জুটির। ভাইরাল হওয়া গানে প্রিয়াঙ্কা সিং এবং দীনেশ লাল যাদবকে দেখা গেছে।

দুজনেই ভোজপুরি ইন্ডাস্ট্রির অন্যতম প্রথম সারির তারকা। ভিডিওতে খোলা আকাশের নীচে তাদের রোমান্স রীতিমতো উষ্ণতা বাড়িয়েছে, সেকথাটা আলাদাভাবে বলার দরকার নেই। সম্প্রতি একটি জনপ্রিয় ভোজপুরি ইউটিউব চ্যানেলের মাধ্যমে এই ভিডিওটি শেয়ার করা হয়েছে সোশ্যাল মিডিয়ার পাতায়। ভিউজ এই মুহূর্তে লাখের ঘরে অবস্থান করছে।

আরও পড়ুন -  Bhojpuri Viral: নিরহুয়া আম্রপালি দুবেকে ছেড়েছেন, অক্ষরা সিং-এর সাথে রোমান্স করছেন, তার ভিডিও ভাইরাল হয়েছে

প্রিয়াঙ্কা সিং ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রির অন্যতম জনপ্রিয়, সুন্দরী এবং প্রথম সারির অভিনেত্রী। ভীষণভাবে জনপ্রিয় সেখানকার দর্শকদের কাছে। ভাইরাল হওয়া ভিডিওতে ‘জাওয়ানিয়া ভাইল উড়ানবাজ’ এই গানের তালেই পর্দায় নীরাহুয়ার সাথে দেখা দিয়েছিলেন এই অভিনেত্রী।

আরও পড়ুন -  Video: নিরাহুয়াকে উত্তেজিত করলেন আম্রপালি আঁচল খুলে, রাতের অন্ধকারে রোম্যান্স শুরু

ক্যামেরার সামনে খোলা আকাশের নীচে সাজানো গোছানো সেটেই রোমান্টিক দৃশ্যেই ছিলেন তারা দুজনে। আবার ঘনিষ্ঠ হয়েছিলেন একে অপরের সাথেও। তাদের এই ঘনিষ্ঠ দৃশ্য যে দর্শকরা বেশ উপভোগ করেছেন, তা বলাই বাহুল্য।

এই ভিডিওতে গদগদ প্রেমের দৃশ্যেই দেখা দিয়েছিলেন। উল্লেখ্য, দীনেশ লাল যাদব নীরাহুয়া নামেই পরিচিত অধিকাংশ ভোজপুরি দর্শকদের মাঝে।

আরও পড়ুন -  Ranbir Kapoor: রণবীর, মাদক ছাড়লেন কী ভাবে?

সাম্প্রতিক ভাইরাল হওয়া ঝলকটি ‘ওয়ার্ল্ড ওয়াইড রেকর্ডস ভোজপুরী’ নামের জনপ্রিয় ভোজপুরি ইউটিউব চ্যানেল থেকেই ৩ বছর আগে শেয়ার করে নেওয়া হয়েছিল সোশ্যাল মিডিয়ার পাতায়। এখন নীরাহুয়া এবং প্রিয়াঙ্কার এই ঝলক পৌঁছে গিয়েছে ৭৪ লাখেরও বেশি মানুষের সামনে।

সাম্প্রতিক এই ভিডিওর সুত্র ধরেই পুনরায় চর্চিত জনপ্রিয় অনস্ক্রিন তারকা জুটি।