Yash Dasgupta: সুগঠিত পেশি অনাবৃত উর্ধাঙ্গ, যশ উন্মুক্ত শরীরে ছবি শেয়ার করলেন

Published By: Khabar India Online | Published On:

Yash Dasgupta: সুগঠিত পেশি অনাবৃত উর্ধাঙ্গ, যশ উন্মুক্ত শরীরে ছবি শেয়ার করলেন।

যশ দাশগুপ্ত (Yash Dasgupta)। শেয়ার করেছেন নিজের ছবি। যশের শেয়ার করা ছবিটি সম্ভবতঃ পুরানো নয়। কারণ এই ছবিতে হ্যাশট্যাগ দিয়ে ‘থ্রোব্যাক’ কথাটি লেখা নেই।

যশের শেয়ার করা ছবিটি শার্টলেস। অনাবৃত উর্ধাঙ্গে ফুটে উঠেছে সুগঠিত পেশি, সিক্স প্যাক অ্যাবস। নিম্নাংশে রয়েছে নীল রঙের ডেনিম ক্যাপ্রি। বাঁ হাতে রয়েছে স্মার্টওয়াচ। প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে ছবিটি তুলেছেন যশ। হাসিমুখে ছবিটি তুলেছেন।

আরও পড়ুন -  দর্শনার দিক থেকে চোখের পাতা পড়ছে না, এই স্টাইলে বিয়ের ছবি শেয়ার করলেন সৌরভ

ছবিটি শেয়ার করে ক্যাপশনে যশ লিখেছেন, সূর্যের মতো উজ্জ্বল হয়ে বাঁচো, ঝোড়ো হাওয়াকে পান করে নাও। যশের শেয়ার করা ছবির কমেন্ট সেকশন ভরে গিয়েছে তার ভক্তদের প্রশংসায়।মুক্তি পেয়েছে যশের বলিউড ডেবিউ ফিল্ম ‘ইয়ারিয়াঁ টু’-এর ট্রেলার। ফিল্মে যশ নায়কের ভূমিকায় না হলেও রয়েছেন যথেষ্ট গুরুত্বপূর্ণ চরিত্রে। সেপ্টেম্বর মাসের শেষে ‘ইয়ারিয়াঁ টু’ মুক্তি পেতে চলেছে প্রেক্ষাগৃহে।

আরও পড়ুন -  Web Series: অন্ধ যুবককে দিয়ে শারীরিক খিদে মেটালেন তরুণী, ভুল করে কারোর সামনে দেখবেন না ওয়েব সিরিজটি

বাংলার বুকে নিজের প্রযোজনা সংস্থা তৈরি করেছেন যশ। এই প্রযোজনা সংস্থার নাম ‘যশ দাশগুপ্ত প্রোডাকশন’। তারকাখচিত ইভেন্টে লঞ্চ হয়েছে যশের প্রযোজনা সংস্থার লোগো। সাথে ঘোষণা হয়েছে যশ প্রযোজিত ফিল্ম ‘মেন্টাল’-এর।

আরও পড়ুন -  Srabanti: মলদ্বীপে অভিনেত্রীর হট অবতার দেখে চোখ কপালে নেটিজেনদের ! ফের ট্রোলড হলেন শ্রাবন্তী

ফিল্মে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন তিনি। ফিল্মটি পরিচালনা করছেন বাবা যাদব (Baba Yadav)।

সাসপেন্স থ্রিলার ঘরানার ফিল্ম ‘শিকার’-এ অভিনয় করছেন যশ। এই ফিল্মে তাঁর বিপরীতে অভিনয় করছেন নুসরত জাহান (Nusrat Jahan Ruhi)।

 

View this post on Instagram

 

A post shared by Yash Daasguptaa (@yashdasgupta)