কৃষকদের জন্য ভালো খবর, এবার মোদী সরকার দিচ্ছে ১৫ লাখ টাকা, করুন আবেদন

Published By: Khabar India Online | Published On:

মোদি সরকার দেশের সাধারণ মানুষের জন্য নানারকম নতুন প্রকল্প নিয়ে এসেছে। সরকারে ক্ষমতায় আসার পর থেকেই কেন্দ্রীয় সরকারের এই সমস্ত উচ্চবিলাসী প্রকল্পের মধ্যে অন্যতম হলো প্রধানমন্ত্রী কিষান এফপিও স্কিম।

ক্ষুদ্র কৃষকদের কথা চিন্তা করে কেন্দ্রীয় সরকার কৃষকদের আয় বাড়াতে এই স্কিম নিয়ে এসেছেন। কি কি সুবিধা পাওয়া যাবে? জেনে নিন।

আরও পড়ুন -  Amrit Bharat Scheme: হুগলির এই চারটি স্টেশনের অমৃত ভারত প্রকল্পে বদলে যাবে, একটির উদ্বোধন হলো

নতুন প্রধানমন্ত্রী কিষান এফপিও স্কিমের অধীনে সরকার নতুন কৃষি ব্যবসা শুরু করার জন্য সারা দেশে কৃষকদের ১৫ লক্ষ টাকা করে আর্থিক সহায়তা প্রদান করবে। স্কিমের মূল উদ্দেশ্য হল কৃষকদের স্বনির্ভর করা। তাঁদের আর্থিক সংকট থেকে মুক্তি দিতে, জীবনের নতুন দিশা দেখানো। পিএম কিষানের সুবিধাভোগীরাই FPO প্রকল্পের সুবিধা পাবেন।

আরও পড়ুন -  Husband And Wife Angry: স্বামী এবং স্ত্রী রাগান্বিত হলে কী করা উচিত?

কৃষকরা কৃষি সংক্রান্ত যন্ত্রপাতি কিংবা ওষুধ, সার এবং বীজের মতো জিনিস কিনে নিজেদের মত কৃষি সংক্রান্ত ব্যবসা করবেন। কি করে এই সুবিধা পাওয়া যাবে FPO প্রকল্পের?

জানিয়ে রাখি, এই FPO স্কিমের সুবিধা পাওয়ার জন্য কৃষকদের একটি সংস্থা বা কোম্পানি তৈরি করতে হবে। কোম্পানিতে কমপক্ষে ১১ জন কৃষক থাকা দরকার। আবেদন করতে প্রথমে জাতীয় কৃষি বাজারের অফিসিয়াল ওয়েবসাইট অর্থাৎ ই-এনএএম www.enam.gov.in-এ যেতে হবে। কৃষক চাইলে অনলাইনে এটি আবেদন করা যেতে পারে বা ই-মিত্র সেন্টার বা পাবলিক সার্ভিস সেন্টারের সাহায্যও নেওয়া যেতে পারে। জানা গিয়েছে,  কেন্দ্রীয় সরকার 2023-24 সালের মধ্যে ১০ হাজার FPO গঠনের লক্ষমাত্রা রেখেছে।

আরও পড়ুন -  ভোজপুরি অভিনেত্রী মোনালিসা, কমলা শাড়িতে নাচলেন ‘শো মি দ্যা ঠুমকা’, নেট দর্শকরা মুগ্ধ হটনেস দেখে, VIDEO