এই ওয়েব সিরিজটি আশ্রমের চেয়েও সাহসী Mx Player-এর, দেখলে লজ্জায় লাল হয়ে যাবেন

Published By: Khabar India Online | Published On:

এই ওয়েব সিরিজ ১৮ বছরের ঊর্ধ্বের জন্য। এখনকার সময়ে এই প্রজন্মের কাছে ওয়েব সিরিজ বিনোদনের প্রিয় মাধ্যম। সুবিধামতো সময়ে নিজেদের পছন্দ মতো ওয়েব সিরিজ দেখতে পারচ্ছেন। বলাই বাহুল্য, এখন একাধিক ওয়েব প্ল্যাটফর্ম আছে, যারা সবসময় চেষ্টা করছেন কি ভাবে তাদের দর্শকদের মনের মতন সিরিজ নিয়ে হাজির হবেন তাদের দর্শকদেরই মনোরঞ্জনের জন্য।

সেইসমস্ত প্ল্যাটফর্মগুলির মধ্যে ‘এমএক্স প্লেয়ার’ প্রথম এখন। উল্লেখ্য, এখনকার দর্শকদের একাংশ বোল্ড ওয়েব সিরিজ দেখতে খুব ভালো বাসেন। রীতিমতো উপভোগ করছেন প্রতিটি দৃশ্য। ‘এমএক্স প্লেয়ার’ দর্শকদের জন্য একের পর এক আনছে বোল্ড ওয়েব সিরিজ, দেখলেও লাজ্জা লাগবে। সম্প্রতি সেই রকম একটি ওয়েব সিরিজ চর্চায় এসেছে।

আরও পড়ুন -  Scholarship: পরিবারের একমাত্র মেয়েকে বছরে এত টাকা দিচ্ছে কেন্দ্র সরকার, উচ্চশিক্ষা প্রসারে

দর্শক থেকে মিডিয়ার পাতায় বোল্ড ওয়েব সিরিজ নিয়ে চর্চা চলছে। তার ঝলক প্রায়ই মেলে মিডিয়াতে। বোল্ড ওয়েব সিরিজের সূত্র নিয়ে চর্চায় উঠে আসেন অভিনেতা এবং অভিনেত্রীরা। সম্প্রতি দর্শকদের একাংশের মতে, একটি বোল্ড ওয়েব সিরিজ হল এমএক্স প্লেয়ারের ‘হ্যালো মিনি’। তিনটি সিজন ইতিমধ্যেই মুক্তি পেয়ে গিয়েছে ওয়েব প্যাটফর্মে।

আরও পড়ুন -  নতুন ওয়েব সিরিজ ‘অনোখা রিশতা’, প্রতি সেকেন্ডে আছে ভরপুর যৌন দৃশ্য, Bold Web Series

এই ওয়েব সিরিজেই আছে একাধিক চোখ ধাঁধানো বোল্ড দৃশ্য, যার সূত্র নিয়ে চর্চায় রয়েছেন সিরিজের তারকারাও। অনুজা জোশি, প্রিয়া ব্যানার্জী এবং মৃণাল দত্তের মতো একাধিক মুখ।

আরও পড়ুন -  Gold Price Today: আবার বদলে গেল সোনার দরদাম, এখন কলকাতায় বাজারদর কত হয়েছে?

দর্শকদের এই বোল্ড সিরিজ তুমুল জনপ্রিয়তা পেয়েছে। দর্শকদের একাংশের মতে, টেক্কা দিতে পারে ‘আশ্রম’এর মতো সিরিজকেও। সিরিজের প্রতিটি সিজনে রয়েছে একাধিক সাহসী দৃশ্য।

বলাই বাহুল্য, সিরিজের প্রতিটি দৃশ্য রীতিমতো তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করেছেন দর্শকরাও। সেকথা অবশ্য আলাদাভাবে উল্লেখ করার দরকার নেই।