Asia Cup 2023: ভারতের স্কোয়াড ঘোষণা এশিয়া কাপে, ফিরে এলেন বুমরাহ-রাহুল সহ তারকা ক্রিকেটার

Published By: Khabar India Online | Published On:

আসন্ন এশিয়া কাপ উপলক্ষে চূড়ান্ত দল ঘোষণা করল ভারতীয় ক্রিকেট বোর্ড। গত সোমবার ঘোষিত হয়েছে শক্তিশালী স্কোয়াড। ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মা, প্রধান কোচ রাহুল দ্রাবিড়, প্রধান দল নির্বাচক চেতনা শর্মা সহ একাধিক স্টাফ উপস্থিত ছিলেন এই আলোচনায়।

আলোচনা শেষে শ্রীলংকার আবহাওয়া ও পরিবেশের কথা মাথায় রেখে ১৭ সদস্যের শক্তিশালী দল ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড।
জানিয়ে রাখি, আসন্ন এশিয়া কাপের মেগা আসরের আয়োজন পাকিস্তান করলেও ভারতের বিরোধিতায় কারনে শ্রীলংকার মাটিতে টুর্নামেন্ট আয়োজন করতে বাধ্য হয়েছে পাকিস্তান। আসন্ন এশিয়া কাপের মেগা আসর নিয়ে মোটের ওপর উষ্ণতময় সময় কাটাচ্ছে ভারতীয় ক্রিকেট বোর্ড।

আরও পড়ুন -  Yash-Nusrat: প্রশংসায় পঞ্চমুখ সৌরভ, যশ - নুসরত এর জুটির ! দাদাগিরির মঞ্চে

জানিয়ে রাখি, আসন্ন এশিয়া কাপের মেগা আসরে রোহিত শর্মার নেতৃত্বে মাঠে নামবে টিম ইন্ডিয়া। হার্দিক পান্ডিয়ার হাতে থাকবে সহ-অধিনায়কের দায়িত্ব। এবার এশিয়া কাপে দলের প্রত্যাবর্তন করছেন কে এল রাহুল, শ্রেয়াস আইয়ার এবং জসপ্রিত বুমরাহ।
এশিয়া কাপে দলের সুযোগ পাননি চতুর চাহাল। তার স্থানে অক্ষর প্যাটেলকে স্কোয়াডে অন্তর্ভুক্ত করেছে বিসিসিআই।

আরও পড়ুন -  দশম শ্রেণীর মার্কশিট শেয়ার করলেন IAS অফিসার বিরাট কোহলির, ভক্তরা দেখার জন্য পাগল

এক নজরে এশিয়া কাপে ভারতের শক্তিশালী স্কোয়াডঃ

রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, সূর্য কুমার যাদব, তিলক বর্মা, কে এল রাহুল, ঈশান কিষান, হার্দিক পান্ডিয়া (সহ অধিনায়ক), রবীন্দ্র জাদেজা, শার্দুল ঠাকুর, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, জসপ্রিত বুমরাহ, মোহাম্মদ সামি, মোহাম্মদ সিরাজ ও প্রসিদ্ধ কৃষ্ণা। অতিরিক্ত খেলোয়াড়: সঞ্জু স্যামসন।