Bhojpuri Song: কাজলকে চুমুতে চুমুতে ভরিয়ে দিলেন নিরাহুয়া ফুলশয্যার খাটে, দরজা বন্ধ করুন তারপর দেখবেন

Published By: Khabar India Online | Published On:

জনপ্রিয় জুটিগুলির মধ্যে অন্যতম হলো অভিনেতা দীনেশ লাল যাদব ও অভিনেত্রী কাজল রাঘবানি জুটি ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রির।

ভারতের প্রত্যেকটি কোনায় তাদের জনপ্রিয়তা আকাশ ছোঁয়া। তাদের জুটির দুর্দান্ত রোমান্স সাথে এই রকম অভিনয়ের অনুরাগী আছে বহু। ভোজপুরি সিনেমায় তাদের উপস্থিতি যেন একটা আলাদা মাত্রা যোগ করে। তাদের অভিনয় দেখতে ভোজপুরি সিনেমা হলে ভিড় উপচে পরে।

এই জুটির বহু গান সোশ্যাল মিডিয়াতে ব্যাপক জনপ্রিয়। দীর্ঘ সময় ধরে ভোজপুরির জগতে বাদশা হয়েছিলেন দীনেশ লাল যাদব ওরফে নীরাহুয়া। তিনি আবার গায়ক।

আরও পড়ুন -  লজ্জায় পরবেন দেখলে, আম্রপালি ও নিরাহুয়া রোমান্সে মাতলেন দরজায় তালা দিয়ে গোটা রাত, VIDEO দেখুন

এখন তিনি ভোজপুরি সিনেমার জগত থেকে কিছুটা সরে এসেছেন, কারণ এখন তিনি বিজেপির একজন জনপ্রতিনিধি। কিন্তু এখনো ভোজপুরির জগতে তার গান ও ভিডিও ভাইরাল হতে দেখা যায়। সম্প্রতি একটি নতুন ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

আরও পড়ুন -  Viral Video: ভাইরাল ভিডিও বিয়ের আগে পাহাড়ে নিরহুয়া এবং আম্রপালি দুবের মধ্যে রোমান্স

যে গানের ভিডিওটি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে সেটি নিরাহু ও কাজল রাঘবানি অভিনীত আশিক আওয়ারা ছবির জনপ্রিয় গান নাথুনিয়া তার লেভে দা। সিনেমায় এই জুটির অনস্ক্রিন রোমান্স রীতিমতো সাড়া ফেলে দিয়েছিলো।

এই গানটির মধ্যেও দুজনের রোমান্স ধরা পড়েছে প্রতি ধাপে ধাপে। এই রোমান্টিক ভিডিও দেখে ঘুম উড়ে গিয়েছে তার ভক্তদের।

এখানে রোম্যান্স ভিডিওতে দেখা গেছে, ফুলশয্যার খাটে একেবারে নববধূর বেশে বসে রয়েছেন কাজল। অপরদিকে নিরহুয়া আসছেন অভিনেত্রীর সাথে রোম্যান্স করতে। রাত আরো রঙিন করার জন্য।

আরও পড়ুন -  Independence Day: মোদী-মমতার শুভেচ্ছা, স্বাধীনতা দিবসে দেশবাসীকে

তাদের দুজনের এই ঘনিষ্ঠ রোম্যান্স সোশ্যাল মিডিয়াতে হয়েছে ব্যাপক জনপ্রিয়। ভিডিওটি ওয়ার্ল্ড ওয়াইড রেকর্ড ভোজপুরি নামের ইউটিউব চ্যানেল থেকে শেয়ার করা হয়েছে। ভিডিওটি প্রায় ছয় বছরের পুরনো হলেও ইতিমধ্যেই ৩৩ লক্ষ মানুষ এর সামনে চলে গেছে।