এক খুদের দুর্দান্ত নাচ স্বাধীনতা দিবস উপলক্ষে, নেটদর্শকরা বেশ উপভোগ করছেন

Published By: Khabar India Online | Published On:

এক খুদের দুর্দান্ত নাচ স্বাধীনতা দিবস উপলক্ষে, নেটদর্শকরা বেশ উপভোগ করছেন।

এখনকার সময়ে সোশ্যাল মিডিয়া এই প্রজন্মের কাছে গুরুত্বপূর্ণ মাধ্যম হয়েছে। বহু জন এই সোশ্যাল মিডিয়াকে মাধ্যম করে নিজের প্রতিভাকে বহু মানুষের সামনে চলে যাচ্ছেন এক মুহূর্তে।

তাতে ফল পাচ্ছেন। এই সময়ে সোশ্যাল মিডিয়ায় সব কিছুই ভাইরাল হচ্ছে। যদি কোন প্রতিভাবান মানুষ তার নিজের প্রতিভাকে পৌঁছে দিতে চান সকলের সামনে, তিনি সফল। এখন এটা সকলে জেনে গেছেন। এখানে পিছিয়ে নেই আবার বাচ্চারাও।

আরও পড়ুন -  Dance Video: দারুন শরীরী আবেদন এই যুবতীর ভোজপুরি গানে, নেটভক্তরা ‘উফ’ বলছে

যেমন-নিজের গান, বা নাচ, অথবা আঁকা আবার আবৃত্তির ভিডিও শেয়ার করেন সোশ্যাল মিডিয়ায়। প্রত্যেকেই তাঁর নিজের গুণগুলি প্রকাশ করতে আগ্রহী থাকেন এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। সম্প্রতি সেই রকম এক বাচ্চা মেয়ে স্বাধীনতা দিবস উপলক্ষে নিজের নাচের প্রতিভাকে কাজে লাগিয়েই প্রশংসিত হচ্ছেন অনেক মানুষের কাছে।

 

View this post on Instagram

 

A post shared by Esha Mishra (@dance.esha.dance)

সোশ্যাল মিডিয়া এই প্রজন্মের কাছে উপার্জনের গুরুত্বপূর্ণ মাধ্যম হয়ে গেছে, তা বলাই বাহুল্য। এক্ষেত্রে ইনস্টাগ্রাম এই প্রজন্মের কাছে অন্যতম মাধ্যম।

আরও পড়ুন -  Anushka Sharma: ক্রিকেটে নাম লেখালেন অনুষ্কা

সামনে স্বাধীনতা দিবস। এদিন স্বাধীনতা দিবস উপলক্ষেই একটি বাচ্চা মেয়েকে নিজের নাচের ভিডিও বানাতে দেখা গিয়েছে। ‘দেশ রাঙ্গীলা’র তালেই মানানসই পোশাকে, ক্যামেরার সামনে নৃত্য পরিবেশন করতে দেখা গেছে।

আরও পড়ুন -  Weather Update: ওয়েদার আপডেট আজকে, ভারী বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে

ছোট্ট নৃত্য শিল্পীর নাম এশা মিশ্র। টেলিভিশনের সূত্র ধরে একাংশের মাঝে ভালোই পরিচিত। উল্লেখ্য, নাচের রিয়্যালিটি শোয়ের সূত্র ধরেই একাংশের মাঝে নৃত্যশিল্পী হিসাবে পরিচয় রয়েছে।যারা তাকে চেনেন না, তাদের কাছে স্পষ্ট সে যথেষ্ট দক্ষ শিল্পী।