সবুজের মাঝে অপূর্ব নৃত্য পরিবেশন করলেন এই যুবতী ‘ছাম্মা ছাম্মা’ গানে, রইল VIDEO

Published By: Khabar India Online | Published On:

এখনকার দিনে সত্যি সোশ্যাল মিডিয়া এই প্রজন্মের কাছে খুব গুরুত্বপূর্ণ মাধ্যম হয়েছে। বহু জন এই সোশ্যাল মিডিয়াকে মাধ্যম করে নিজের প্রতিভাকে হাজার হাজার মানুষের সামনে পৌঁছে দিচ্ছেন।

এতে ফলও পাচ্ছেন। এখনকার দিনে সোশ্যাল মিডিয়ায় সব কিছুই ভাইরাল হচ্ছে, সময় নিচ্ছে কয়েক মুহূর্ত। যদি কোন প্রতিভাবান মানুষ তার নিজের প্রতিভাকে পৌঁছে দিতে চান সকলের সামনে, তিনি সাফল্য পাবেন। এখন আর বলার দরকার পরে না।

আরও পড়ুন -  ছট পুজোর দণ্ডী

যেমন-কেউ নিজের গান,নাচ,বা আঁকা অথবা আবৃত্তির ভিডিও শেয়ার করেন এই সোশ্যাল মিডিয়ার পাতায়। প্রত্যেকেই নিজের শিল্পীসত্তাকে প্রকাশ করতে আগ্রহী হন, এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমকে কাজে লাগাতে।

সম্প্রতি সেই রকম এক সুন্দরী বিপাশা নিজের নাচের প্রতিভাকে কাজে লাগিয়ে পৌঁছে গেলেন বিপুল মানুষের সামনে। সাথে আবার পরিচিত পেলেন নেটিজেনদের একাংশের কাছে।

আরও পড়ুন -  রাস্তার মাঝে দারুন নাচ এই মহিলার উদিত নারায়নের গানে, তাঁর কায়দা দেখে সকলে তাকিয়ে আছে

তার শেয়ার করা কোন ঝলকই নজর এড়ায় না এখন নেটনাগরিকদের। সোশ্যাল মিডিয়া এই প্রজন্মের কাছে উপার্জনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম হয়েছে, বলাই বাহুল্য। সে ক্ষেত্রে ইনস্টাগ্রাম এখনকার প্রজন্মের কাছে গুরুত্বপূর্ণ একটি মাধ্যম।

 

View this post on Instagram

 

A post shared by Bipasha Lamichhane (@bipasha2000003)

সাম্প্রতিক ভাইরাল হওয়া ঝলকে খোলা আকাশের নীচে সারা এলাকা সবুজের মাঝেই অপূর্ব মনোরম পরিবেশে নৃত্য পরিবেশন করেছেন বিপাশা। তিনি খোলা চুলে, লাল শিফন শাড়ি পরেছিলেন। বলিউডের হিট গান ‘ছাম্মা ছাম্মা’র তালেই কোমর দুলিয়ে দেখালেন বিপাশা। আপাতত, বিপাশার ঝলক উষ্ণতা বাড়িয়েছে সোশ্যাল মিডিয়ার পাতায়।

আরও পড়ুন -  Srinidhi Sethi: আমার কাছে স্বপ্নের মত: কেজিএফ তারকা শ্রীনিধি