Tatkal Ticket: তৎকাল টিকিট ক্যানসেল করলে টাকা ফেরত কি করে পাবো? Indian Railway এর নিয়ম জেনে নিন

Published By: Khabar India Online | Published On:

Tatkal Ticket: তৎকাল টিকিট ক্যানসেল করলে টাকা ফেরত কি করে পাবো? Indian Railway এর নিয়ম জেনে নিন।

এখন শেষমুহূর্তে ট্রেনের টিকিট পাওয়া অসম্ভব প্রায়। যদি আগে টিকিট না কেটে থাকেন, তাহলে এখন একমাত্র উপায় তৎকালে টিকিট কাটা।

বিশেষ অফিশিয়াল কাজে অথবা এমার্জেন্সিতে দূরে যেতে হলে ভরসা একমাত্র তৎকাল টিকিট।এই টিকিট সম্বন্ধে অনেক তথ্যই সাধারণ মানুষ জানেন না। এই প্রতিবেদন পড়ুন।

আরও পড়ুন -  ভুলে গেছেন বিল পরিশোধ করতে ক্রেডিট কার্ডের, এই নতুন নিয়ম জারি করে দিলো RBI

ঘুরতে যাওয়া বা অফিসিয়াল কাজে অনেকেই তৎকাল টিকিট কেটে থাকেন। বেশিরভাগ মানুষ জানেন না যে এই তৎকাল টিকিট কি করে ক্যানসেল করাতে হয়। ধরুন যে ট্রেনে আপনি তৎকাল টিকিট কেটেছেন, সেটি ঘণ্টার পর ঘণ্টা দেরি করল, যাওয়ার কোনও মানে নেই। সেই ভাড়া আপনি কেন দেবেন। কিন্তু জানতে হবে কি করে তৎকাল টিকিট ক্যানসেল করে টাকা ফেরত পাবেন।

আরও পড়ুন -  উৎসবের আগে বড় সুখবর, শিয়ালদহ থেকে এই বিশেষ ট্রেন চালানোর ঘোষণা করেছে রেল

রেলওয়ের নিয়ম অনুযায়ী, ট্রেন যদি ৩ ঘন্টা দেরি করে তাহলে সেই ক্ষেত্রে আপনার তৎকাল টিকিট ক্যানসেল করে টাকা ফেরত নিতে পারেন।

জানিয়ে রাখি, ট্রেনের যাত্রাপথে যদি মনে করেন যে, নির্দিষ্ট স্টেশনের পরেও আপনাকে যেতে হবে, তা হলে আপনি ট্রেনে থেকেই টিকিটের যাত্রাপথ বৃদ্ধি করতে পারেন৷ তখন আপনার কাছে তৎকাল টিকিট থাকলেও আপনি টিটির সাথে কথা বলে বর্ধিত মূল্য দিয়ে যেতে পারবেন।

আরও পড়ুন -  উরফিকে তুলে নিয়ে গেল মুম্বাই পুলিশ, এই অপরাধে ক্যাফে থেকে, হতবাক সকলে ভিডিওটি দেখে