Adhaar-PAN Link: আধার-প্যান লিঙ্ক পোস্ট অফিসেই হবে, কবে থেকে হতে চলেছে এই পরিষেবা?

Published By: Khabar India Online | Published On:

আধার কার্ড এবং প্যান কার্ড সকল ভারতবাসীর জন্য এই নথিগুলি অত্যাবশ্যকীয়।যেকোনো সরকারি এবং বেসরকারি কাজে বৈধ পরিচয় পত্র হিসেবে কাজে লাগে। প্যান কার্ডের ব্যবহার হয় যেকোনো আর্থিক লেনদেনের সময়ে।

এই দুটি কার্ডের সংযোগ করানো এখন বাধ্যতামূলক করেছে কেন্দ্র। কিন্তু এর শেষ তারিখ পেরিয়ে গেছে।

উল্লেখ্য, প্যান কার্ডের সঙ্গে আধার কার্ডের লিংক করানোর প্রক্রিয়ার শেষ তারিখ ছিল ৩০ শে জুন অবধি। এই তারিখের মধ্যেও যারা এই কাজটি করেননি, তাদের প্যান কার্ডের বৈধতা শেষ হয়ে গিয়েছে। পুনরায় সেটিকে সক্রিয় করা সম্ভব। এর জন্য গুনতে হবে ১ হাজার টাকার জরিমানা। এই জরিমানা দেওয়ার পরেই সক্রিয় হবে প্যান কার্ডটি। এই কাজটি করানোর জন্য যেকোনো অনলাইন সহায়তা কেন্দ্রে যোগাযোগ করুন।

আরও পড়ুন -  Iftar Party: ইফতার পার্টি, মালদা বার এসোসিয়েশনের উদ্যোগে

এই কাজ দেশের অনেকেই করাতে পারেননি। সেই জন্য দেশবাসীর একাংশকে বিভিন্ন বিষয়ে সমস্যায় পড়তে হচ্ছে। এই কাজটি যাতে পোস্ট অফিসে বিনামূল্যে করানো যায়, তার জন্য সম্প্রতি লোকসভায় দাবি তুলেছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী।

আরও পড়ুন -  লেহ-র জেনারেল হাসপাতালের সুযোগ – সুবিধের বিষয়ে বিস্তারিত জানালো ভারতীয় সেনাবাহিনী

লোকসভায় তার এই দাবি সরাসরি গৃহীত হয়নি। এই নিয়ে ইতিমধ্যেই বিরোধীদের মধ্যে শুরু হয়েছে শোরগোল। এখন এই সম্ভাবনা তৈরি হতে চলেছে, যাতে করে হয়তো বিরোধীদের চাপে পড়ে এই সিদ্ধান্তে সিলমোহর দিতেও পারে মোদি সরকার।

আরও পড়ুন -  Post Office Scheme: মাত্র ৫০ টাকা বিনিয়োগ করুন মেয়ের ভবিষ্যতের জন্য, ২১ বছর বয়সে পাবেন এই পরিমাণ টাকা

বিশেষজ্ঞদের মতে, সরকার যদি এই সিদ্ধান্ত নেয় সেক্ষেত্রে গ্রামীণ এলাকার পোস্ট অফিস অথবা ডাকঘরে আধার-প্যান লিঙ্কের প্রক্রিয়া চালু করা হতে পারে। সাথে সাব-পোস্ট অফিস অথবা উপ-ডাকঘরগুলিতেও এই কাজ হতে পারে। কিন্তু শহর এলাকার পোস্ট অফিসে এই কাজটি নাও হতে পারে। গোটা বিষয়টি এখন কেন্দ্রের কাছে বিবেচনাধীন।