32 C
Kolkata
Thursday, May 16, 2024

Gold Price Today: আজ লক্ষ্মীবার, সোনা কিনলেই লাভবান হবেন, দাম কমের দিকে আছে

Must Read

Gold Price Today: আজ লক্ষ্মীবার, সোনা কিনলেই লাভবান হবেন, দাম কমের দিকে আছে।

দেশে সোনা এবং রুপোর দাম অনেক কিছুর উপর নির্ভর করে ঠিক হয়।দেশীয় টাকা এবং ডলারের মূল্য, আন্তর্জাতিক বাজারে সোনার চাহিদা সাথে দেশের অভ্যন্তরে থাকা বাজার দেখেই সোনা এবং রুপোর দাম ঠিক করা হয়।

বিভিন্ন রাজ্যে ভিন্ন ভিন্ন করের হার থাকায় দামও ভিন্ন হয়। সেই জন্য প্রতিদিন বদলাতে থাকে সোনা ও রূপোর দাম।

আরও পড়ুন -  সপ্তাহের প্রথম দিনে আবার কমের দিকে সোনার দাম, ১০ গ্রামের দাম কত? লেটেস্ট রেট জেনে নিন

গতকাল বুধবার কলকাতায় সোনার বাজারদর ছিল ঊর্ধ্বমুখী। আজ সপ্তাহের লক্ষ্মীবার মানে বৃহস্পতিবার, সকালে বাজার খুলতেই এক্কেবারে বদলে গেল। এদিন কলকাতার বাজারে ২৪ ক্যারেট এবং ২২ ক্যারেট সোনার দাম রইল নিম্নমুখী।

কলকাতায় আজকের সোনার দরদামঃ
আজ কলকাতায় সোনার দাম (০৩.০৮.২০২৩-বৃহস্পতিবার)।

* প্রতি ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম ৬০,১১০ টাকা।

আরও পড়ুন -  শ্রী নরেন্দ্র সিং তোমর ২০২০’র খাদ্য ও কৃষি সপ্তাহের উদ্বোধন করলেন

* প্রতি ১০ গ্রাম ২২ ক্যারাট গহনা সোনার দাম ৫৫,১০০ টাকা।

গতকাল কলকাতায় সোনার দাম (০২.০৮.২০২৩-বুধবার)।

* প্রতি ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম ৬০,৪৪০ টাকা।

* প্রতি ১০ গ্রাম ২২ ক্যারাট গহনা সোনার দাম ৫৫,৪০০ টাকা।

আজকের দাম।

* প্রতি ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনায় মূল্যহ্রাস
৩৩০ টাকা।

* প্রতি ১০ গ্রাম ২২ ক্যারাট সোনায় মূল্যহ্রাস
৩০০ টাকা।

আরও পড়ুন -  Gold Silver Price Today: আবার বেড়ে গেল সোনা এবং রুপার দাম, কলকাতায় দাম কত?

আজ কলকাতায় রূপার দাম (০৩.০৮.২০২৩-বৃহস্পতিবার)
৭৭,৩০০ টাকা প্রতি কেজি।

গতকাল কলকাতায় রূপোর দাম (০২.০৮.২০২৩-বুধবার)
৭৮,০০০ টাকা প্রতি কেজি।

আজকের দাম।

৭০০ টাকা প্ৰতি কেজি।

প্রসঙ্গত, বৃহস্পতিবার বিশ্ব বাজারে সামান্য নিম্নমুখী সোনার দাম। গতকাল ১ ট্রয় আউন্স স্পট গোল্ডের দাম ছিল বাজারে ১৯৪৮.৫০ মার্কিন ডলার। আজ কমে হয়েছে ১৯৩৬.১০ মার্কিন ডলার।

প্রতীকী ছবি

Latest News

Muskan Baby Dance: টাইট পোশাকে দুরন্ত নাচ দেখালেন মুসকান বেবি, ফিদা দর্শকরা

Muskan Baby Dance: টাইট পোশাকে দুরন্ত নাচ দেখালেন মুসকান বেবি, ফিদা দর্শকরা। সোশ্যাল মিডিয়া বর্তমান সময়ে হচ্ছে জাদুকাঠি। যার সহযোগিতায়...
- Advertisement -spot_img

More Articles Like This

- Advertisement -spot_img