Sreemoyee Chattoraj: পুরুষ ভক্তদের ঘাম ফেলালেন ভোঁদার মা, বিকিনি পরে

Published By: Khabar India Online | Published On:

এখনকার সময়ে টলিউড ইন্ডাস্ট্রির অধিকাংশ অভিনেত্রীর বড় সমস্যা হচ্ছে,না মানালেও বিকিনি পরে ছবি তুলবেন। প্লাস সাইজ ফ্যাশনের অন্যতম প্রধান দিক হল শরীরের মাপেই তাকে সাজিয়ে তুলতে হবে।

স্থূলকায়া মহিলাদের জন্য এখন তৈরি হয়েছে দারুণ দারুণ সব ডিজাইনের সুইমসুট। সেটা আরও প্রমাণ করে দিতে পারে প্লাস সাইজ সৌন্দর্যের আলোকে। স্থূলকায়া অভিনেত্রীরা মানতে নারাজ।

তাদের মধ্যে নাম লিখিয়েছেন শ্রীময়ী চট্টরাজ (Sreemoyee Chattoraj)। থাইল্যান্ডে ছুটি কাটাতে গিয়েছেন শ্রীময়ী। থাইল্যান্ডের রেইলে সি -বিচ থেকে তিনি শেয়ার করেছেন নিজের বিকিনি পরা ছবি সাথে ইন্সটাগ্রাম রিল।

শ্রীময়ীর শেয়ার করা ছবি এবং রিলে তাঁর পরনে রয়েছে নীল-সাদা অ্যানিম্যাল প্রিন্টেড হাই ওয়েস্ট বিকিনি। বিকিনির উর্ধ্বাংশের নেকলাইন যথেষ্ট ডিপ। তার কারণে উন্মুক্ত রয়েছে শ্রীময়ীর ক্লিভেজ সহ স্তনের বেশি অংশ। হালকা মেকআপ নিয়েছেন।

আরও পড়ুন -  হট লুকে মৌনি রায় (mouni roy), কালো স্লিভলেস পোশাক, ঘুম নেই নেটিজেনদের !

ঠোঁট দিয়েছেন গোলাপি রঙের লিপস্টিকে। চোখে রয়েছে সাদা ফ্রেমের সানগ্লাস। খোলা রয়েছে চুল। পায়ে মাল্টিকালার মোজা পরেছেন। ছবিগুলি শেয়ার করে তিনি লিখেছেন, ভিটামিন সি-র কথা। আবার ইন্সটাগ্রাম রিল শেয়ার করে শ্রীময়ী লিখেছেন, তাঁর জীবন, তাঁর স্টাইল, তাঁর নিয়ম এবং অ্যাটিটিউডের কথা। ক্যাপশনে জুড়েছেন এভিল আই ইমোজি।

আরও পড়ুন -  প্রকাশ্যে চুমু খেলেন শ্রীময়ী, আবার কার প্রেমে পাগল হলেন !

এদিকে শ্রীময়ীর ভক্তদের একাংশ লিখেছেন, অভিনেত্রী তাঁর ফটোশুট উপভোগ করছেন না। কারণ তাঁকে এই পোশাকে স্বচ্ছন্দ মনে হচ্ছে না। আবার অনেকে শ্রীময়ীর ছবিগুলির প্রশংসা করেছেন।

আরও পড়ুন -  অর্থাভাবে গয়না বিক্রি করে সংসার চালাচ্ছেন টেলি অভিনেত্রী, শগুফতা আলি

এখন শ্রীময়ী অভিনয় করছেন স্টার জলসার ধারাবাহিক ‘কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ’-এ ভোঁদার মায়ের চরিত্রে। আবার অভিনয় শুরু করেছেন। ছবিঃ ইনস্টাগ্রাম।