ফুল তাজা রাখার কৌশল ঘরে এই বর্ষায়।
এক মুহূর্তেই মনকে ভালো করে দিতে পারে তাজা ফুলের সুবাস এর সৌন্দর্য তা ভাষায় প্রকাশ করা দুঃসাধ্য। তাজা ফুল ঘরের আভিজাত্য দ্বিগুণ বাড়িয়ে দেয়।
তাজা ফুল যখন নষ্ট হতে শুরু করে, তখন ততটাই বাজে সমস্যার তৈরি হতে থাকে।
কিন্তু এ সমস্যা সহজেই সমাধান করা যায়।বাজার থেকে তাজা ফুল কিনে আনার পর, কিছু উপায় মেনে চললেই প্রাকৃতিক ফুল থাকবে দীর্ঘ সময় সতেজ এবং সুরভিত। কি করে?
ফুল দীর্ঘ সময় সতেজ ও সুরভিত রাখার উপায়
ফুলদানিতে পরিষ্কার জল রাখতে হবে। ফুল ফুলদানিতে রাখার পর ফুলদানিটি এমন জায়গায় রাখবেন যেখানে গরম আবহাওয়া এবং তাপমাত্রা বেশি নেই। সূর্যের আলোতে প্রাকৃতিক ফুল তাড়াতাড়ি নষ্ট হয়।
ফুলের কাণ্ড বেশি ছোট না কেটে একটু বড় করে কাটুন। কাণ্ড কাটার সময় ৪৫ ডিগ্রি কোণ করে কেটে ফেলুন। তাতে ফুল দীর্ঘ সময় ধরে তাজা থাকবে।
ফুলদানিতে কাণ্ডের যে অংশটুকু জলেতে থাকবে সে অংশে কখনোই যেন কোনো পাতা রাখবেন না।জলেতে থাকা কাণ্ডের অংশে পাতা থাকলে ফুল দ্রুত পচতে আরম্ভ করে দেয়।
দুই টেবিল চামচ আপেল সাইডার ভিনিগার, দুই চামচ চিনি এবং হাফ চা-চামচ ব্লিচ মিশিয়ে একটি মিশ্রণ করে ফুলদানিতে দিতে পারেন। তাতে জলের ফুলের কাণ্ড ডোবানো থাকলে ফুল দ্রুত পচবে না। দারুন সতেজ থাকবে সাথে আপনার মন আরও ভালো থাকবে।