Bhojpuri Song: প্রবল বৃষ্টিতে ভিজে মধু শর্মার তৃষ্ণা মেটালেন নিরহুয়া

Published By: Khabar India Online | Published On:

Bhojpuri Song: প্রবল বৃষ্টিতে ভিজে মধু শর্মার তৃষ্ণা মেটালেন নিরহুয়া।

সম্প্রতি আবার নেটজগতে একটি ভোজপুরি গান তুমুল ভাইরাল হয়েছে। এখানে গানে দেখা গিয়েছে ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রির দুই প্রধান জনপ্রিয় প্রথম সারির তারকাকে।

ভাইরাল গানে মধু শর্মা এবং দীনেশ লাল যাদবকে দেখা যাচ্ছে।দু’জনেই ভোজপুরি ইন্ডাস্ট্রির প্রথম সারির তারকা। ভিডিওতে দুইজনের রোমান্স রীতিমতো উষ্ণতা আরও বাড়িয়েছে, আর বলার প্রয়োজন নেই।

আরও পড়ুন -  VIRAL: ভোজপুরি গানটি খুব রোমান্টিক, নিরাহুয়া ও আম্রপালি দুবের, দরজা বন্ধ করে দেখুন

সম্প্রতি, একটি জনপ্রিয় ভোজপুরি ইউটিউব চ্যানেলের মাধ্যমে এই ভিডিওটি শেয়ার করা হয়েছে সোশ্যাল মিডিয়ার পাতায়। ভিউজ এখন লাখের ঘরে।

অভিনেত্রী মধু শর্মা ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রির প্রথম সারির জনপ্রিয় তারকা। সম্প্রতি, ভাইরাল হওয়া ভিডিওতে দীনেশ লাল যাদবের সাথে এই অভিনেত্রীকে দারুন ভাবে ঘনিষ্ঠ হতে দেখা গেছে। প্রবল বৃষ্টির মধ্যেই একে অপরের সাথে রোমান্সে মাতাল হয়েছেন।

আরও পড়ুন -  Bhojpuri Song Video: আম্রপালি-নীরাহুয়ার রোমান্স থানাতেই, উচ্ছ্বসিত ভক্তরাও ভিডিও দেখে

এই ভিডিওতে দুজনকেই হলুদ পোশাকে দেখা যাচ্ছে। ‘পেয়াস তান কি বুঝা যা না’র তালেই অনস্ক্রিন ভোজপুরি তারকা জুটিকে দেখা গেছে।

‘ইশতার রিজিওনাল’ নামের ইউটিউব চ্যানেল থেকে ৩ বছর আগে এই গানের ভিডিওটি শেয়ার করে নেওয়া হয়েছে। এখন প্রায় ১৬ লাখেরও বেশি মানুষের কাছে চলে গেছে।‘এক দুজে কে লিয়ে’ ছবির গানের দৃশ্য ছিল এটি।

আরও পড়ুন -  Redmi: চার্জ ১৫ মিনিট দিলে সারাদিন চলবে!

উল্লেখ্য, গানের কথা দিয়েছেন পেয়ারে লাল যাদব। সুর দিয়েছিলেন ধনঞ্জয় মিশ্রা। এই ছবিতে গানটি গাইতে শোনা গিয়েছিল পামেলা জৈনকে।উল্লেখ্য, ছবির এই গানের সূত্র ধরেই চর্চায় রয়েছে এখন।