Local Train Cancelled: বাতিল হবে হাওড়া শাখার এই ট্রেনগুলো ৩৫ দিন, নিত্যযাত্রীদের চরম সমস্যা হতে পারে

Published By: Khabar India Online | Published On:

কলকাতা সহ পার্শ্ববর্তী অঞ্চলে যাতায়াত করার জন্য লাইফলাইন হল এই লোকাল ট্রেন। প্রতিদিন বহু মানুষ লোকাল ট্রেনের ভরসাতেই সাধ্যের মধ্যে খরচ করে নিজের গন্তব্যে পৌঁছায়।

শেষ কিছু মাস ধরে বাংলা লোকাল ট্রেন লাইনে চলছে বিভিন্ন ধরনের কাজ। তখন বাতিল হচ্ছে লোকাল ট্রেন। এবার খবর ৩৫ দিনের জন্য ব্যাহত হবে একাধিক লোকাল ট্রেনের পরিষেবা। ব্যান্ডেল শক্তিগড় সেকশনে কাজের হবে।এখানে লেভেল ক্রসিং বন্ধ না করার জন্য যাত্রীবাহী ট্রেনের যাতায়াত ব্যাহত হত। এখন সেই সমস্যা সমাধান করতে লেভেল ক্রসিংয়ে ওভারব্রীজ হতে চলেছে।

আরও পড়ুন -  Pushpa 2: আল্লু অর্জুনের পারিশ্রমিক ৩০০ কোটি টাকা, রশ্মিকা নিচ্ছেন কত?

হাওড়া ডিভিশনের ব্যান্ডেল শক্তিগর সেকশনে আদিসপ্তগ্রামে ১২ নম্বর লেভেল ক্রসিংয়ের বদলে রোড ওভারব্রিজ তৈরি করা হবে।এইজন্য ২০ জুলাই থেকে ২৪ আগস্ট পর্যন্ত ট্রেন চলাচল ব্যাহত হতে চলেছে, এই সময়ে ট্রাফিক এবং পাওয়ার ব্লকের সিদ্ধান্ত নিয়েছে পূর্ব রেল কর্তৃপক্ষ। এই প্রসঙ্গে এক আধিকারিক জানিয়েছেন যে, এই রোড ওভারব্রীজ তৈরি হয়ে গেলে উপকৃত হবেন ব্যান্ডেল এলাকার বাসিন্দারা। বেশকিছু লোকাল সাথে মেমু ট্রেন বাতিল হবে।

আরও পড়ুন -  Vande Bharat Sleeper: স্লিপার কোচ বন্দে ভারত ট্রেন চলবে এই জেলায়

EMU/MEMU বাতিল ট্রেনের তালিকা:

বর্ধমান থেকে 03052 ও হাওড়া থেকে 37857 ট্রেনটি বাতিল হবে।
হাওড়া থেকে: 03051, ব্যান্ডেল থেকে:37781 ও বর্ধমান থেকে:37782 ও 37782 ট্রেনগুলি বাতিল।

হাওড়া থেকে: 03051 ও 37857 আর ব্যান্ডেল থেকে 37781 ট্রেনটি বাতিল হবে।

মেল/এক্সপ্রেস ট্রেন বাতিল:

13027 আপ হাওড়া – আজিমগঞ্জ কবিগুরু এক্সপ্রেস ২০ জুলাই, ২২ জুলাই থেকে ২৫ জুলাই, ২৭ জুলাই, ২৯ এবং ৩০ জুলাই বাতিল হবে। আবার ৩ অগাস্ট, ৫ অগাস্ট আপ হাওড়া-আজিমগঞ্জ কবিগুরু এক্সপ্রেস বাতিল থাকবে৷ 13028 ডাউন আজিমগঞ্জ – হাওড়া কবিগুরু এক্সপ্রেস ২১ জুলাই, ২৩ জুলাই থেকে ২৬ জুলাই, ২৮ জুলাই, ৩০ এবং ৩১ জুলাই বাতিল হবে। আবার ৪ অগাস্ট আর ৬ অগাস্ট ডাউন আজিমগঞ্জ – হাওড়া কবিগুরু এক্সপ্রেস বাতিল করা হবে।

আরও পড়ুন -  খড়গপুর শাখার ব্যাহত ট্রেন পরিষেবা, অফিস টাইমে ভোগান্তি নিত্যযাত্রীদের