উত্তেজনায় মত্ত আম্রপালি এবং নিরাহুয়া, সোফার উপরে বসে দুজনের রোম্যান্টিক ভিডিও ভাইরাল হলো আবার

Published By: Khabar India Online | Published On:

এখনকার দিনে ভোজপুরি গান যে কোন পার্টিতে একটা আলাদা উন্মাদনার পরিবেশ তৈরি করে দেয়। ভোজপুরি যে কোনো গানের সাথেই নাচ চলবেই। সাথে ভোজপুরি সিনেমাও, দর্শকরা ব্যাপকভাবে আনন্দ করেন। ভোজপুরি সিনেমা জগতের সবথেকে বড় তারকাদের মধ্যে একজন হলেন নিরাহুয়া ওরফে দীনেশ লাল যাদব।

তার সিনেমা দেখেননি, এইরকম মানুষ খুঁজে পাওয়া দায়।খেসারি লাল যাদব থেকে শুরু করে, পবন সিং এর মত তারকাও দীনেশ লাল যাদবের কাছে কিছুই নন। ভোজপুরি সিনেমা জগতে তার অবাধ রাজত্ব। এখন তিনি রাজনীতির সঙ্গে যুক্ত থাকলেও, ফ্যান ফলোইং এর দিক থেকে যেকোনো বলিউড তারকাকে টেক্কা দিচ্ছে নিরাহুয়া।

আরও পড়ুন -  VIRAL: উদ্দাম রোম্যান্সে নীরাহুয়া, ফুলশয্যার খাটে শুভী শর্মার সাথে, ভিডিও দেখুন

দীনেশ লাল যাদবের সঙ্গে যে অভিনেত্রীকে সবথেকে বেশি দেখা যায় তিনি হলেন আম্রপালি দুবে। নিরাহুয়ার সঙ্গে আম্রপালি দুবের কেমিস্ট্রি যেকোনো ভোজপুরি সিনেমায় একেবারে তুফান বয়ে দেন।এই রোম্যান্টিক জুটির মুভি তালিকায় এমন কোনো সিনেমা নেই যেটা ফ্লপ হয়েছে এখনও।এখন ভোজপুরি সিনেমা জগতে একাধিক অভিনেত্রীরা অভিনয় করলেও দীনেশ লাল যাদবের সঙ্গে আম্রপালি দুবের মত জুটি আজ পর্যন্ত ভোজপুরি সিনেমা জগতে একটাও নেই।

আরও পড়ুন -  কাজল রাঘবানী এবং নিরহুয়া বন্ধ ঘরে আগুন লাগিয়ে দেওয়ার মতন নাচ করলেন, ‘কামারিয়া’ গানে, ইন্টারনেটে হৈচৈ

সম্প্রতি, তাদের একটি নতুন গানের ভিডিও সোশ্যাল মিডিয়ায় রিলিজ হয়ে গেছে। এই গানটির নাম “কাটোরে কাটোরে “। এই ভিডিওতে দুজনকে কাপল রোম্যান্স করতে দেখা গেছে। এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাইরাল। দুজনের এই ওয়াইল্ড রোম্যান্স সোশ্যাল মিডিয়ায় চর্চার কেন্দ্রবিন্দু হয়েছে।লক্ষ লক্ষ মানুষ এই ভিডিওতে কমেন্ট এবং লাইকের বন্যা করে দিয়েছে। ভিডিওটি যেমন ভাইরাল হয়েছে, ঠিক তেমনি সকলেই এই ভিডিওটি চারিদিকে শেয়ার করছেন এখনও। দেখে আসতে পারেন, মণে ফুর্তি আসবে।

আরও পড়ুন -  Dance Video: আম্রপালি আগে নিজের শরীর ভিজিয়ে নিয়ে তারপর উত্তপ্ত রোম্যান্স করলেন নিরাহুয়ার সাথে