Vande Bharat Train: দারুণ খবর বন্দে ভারত ট্রেনের যাত্রীদের, ভাড়া কমবে এই ট্রেনগুলির

Published By: Khabar India Online | Published On:

ভারতীয় রেলওয়ে নিরন্তন পরিশ্রম করে চলেছে। পরিশ্রমের ফলাফল হলো গোটা দেশে বন্দে ভারত এক্সপ্রেসের নেটওয়ার্ক বহু দূর পর্যন্ত। এই সেমি হাই স্পিড ট্রেনের প্রত্যেকটি রুটেই ভাড়া সাধারণের তুলনায় বেশি।

এই অত্যাধুনিক ট্রেনের পরিষেবা নেওয়া মধ্যবিত্ত মানুষদের পক্ষে সম্ভব না বহন করা। বন্দে ভারত ট্রেনে যাতায়াতকারী যাত্রীদের জন্য বড় সুখবর দিচ্ছে ভারতীয় রেল। সরকার স্বল্প দূরত্বের বন্দে ভারত এক্সপ্রেসগুলির টিকিটের মূল্য পর্যালোচনা করছে। তার মধ্যে থাকবে ছোটরুট যেমন দিল্লী-দেরাদুন, এইরকম ছোট রুট গুলি।

আরও পড়ুন -  Experts Fear: পুজোর দিনগুলিতে মাক্স না পড়া এবং দূরত্ব বিধি না মানায়, সংক্রমণ বাড়ার আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা

জানিয়ে রাখি, দীর্ঘদিন ধরেই স্বল্প দূরত্বের বন্দে ভারত এক্সপ্রেসগুলিতে খুব একটা বেশি ভিড় হয় না। অন্যান্য ট্রেনে বহুদিন আগে থাকতে টিকিট পাওয়া যায় না সেই রুটেই বন্দে ভারতে এক্সপ্রেস কম যাত্রী নিয়ে চলছে। এর প্রধান কারণ এই সেমি হাই স্পিড ট্রেনের অত্যাধিক ভাড়া। এই রকম পরিস্থিতির কথা মাথায় রেখেই ভারতীয় রেল এই স্বল্প দূরত্বের রুটগুলিতে ট্রেনের ভাড়া কমানোর সিদ্ধান্ত নিলেন।

আরও পড়ুন -  US Journalist: খেলা চলাকালে মার্কিন সাংবাদিকের মৃত্যু, বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে

ভারতীয় রেলওয়ে অনুসারে ইন্দোর ভোপাল, ভোপাল জবলপুর ও নাগপুর বিলাসপুর এর মত বন্দে ভারতের ট্রেনের ভাড়া কমতে চলেছে। তথ্য অনুযায়ী, নাগপুর বিলাসপুর বন্দে ভারত ট্রেনের মাত্র ৫৫ শতাংশ আসন ভর্তি হতে দেখা গেছে। জুন মাসে ভোপাল জবলপুর বন্দে ভারত এক্সপ্রেস এর মাত্র ৩২ শতাংশ আসন পূর্ণ ছিলো। ভোপাল ইন্দোর রুটে ২১ শতাংশ আসন পূর্ণ হয়েছিলো।

আরও পড়ুন -  ভারতীয় রেল

তাই রেলওয়ের এক সিনিয়ার আধিকারিক বলেছেন, ‘ভারতীয় রেল বন্দে ভারত ট্রেন, বিশেষ করে স্বল্প দূরত্বের ট্রেন গুলিতে ভাড়া কমানোর কথা চিন্তা-ভাবনা চলছে। যাতে এই ট্রেনগুলিতে বেশি সংখ্যক মানুষ যাতায়াত করতে পারে। এই জন্য ভারতীয় রেল চিন্তা করেছে।‘