Weather Update: পাঁচ জেলায় বেশি বৃষ্টির পূর্বাভাস আজকে, প্রবল সতর্কতা জারি

Published By: Khabar India Online | Published On:

সারা বাংলায় হয়েছিল স্বস্তির বৃষ্টি জুনের মাঝামাঝি সময়ে। তখন অনেকে মনে করেছিলেন বর্ষা ঢুকেছে, কারো কথায় সেটা নাকি ছিল প্রাক বর্ষার বৃষ্টিপাত। জুনের শেষদিকে দক্ষিণবঙ্গ থেকে মোটামুটি বিদায় নিয়েছে বর্ষার বৃষ্টি। আবার দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় দাপট দেখাচ্ছে বাড়তে থাকা পারদের অঙ্ক। তার সাথে আর্দ্রতাজনিত অস্বস্তিকর।

কিন্তু জুলাইয়ের প্রথম সপ্তাহেই বঙ্গবাসীকে সুখবর শোনালো আলিপুর হাওয়া অফিস। এই সপ্তাহ থেকেই ভারী বৃষ্টিতে ভিজতে চলেছে গোটা বাংলা। পাঁচ জেলায় জারি হয়েছে বৃষ্টির হলুদ সতর্কতা। কলকাতাতেও আজ বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস। দক্ষিণবঙ্গের কিছু কিছু জায়গায় আজ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন -  Gas Cylinder: গ্যাস সিলিন্ডারের দাম কমে গেল, মাত্র ৫৭০ টাকায় আনুন নতুন কম্পোজিট সিলিন্ডার

আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, আজ শহর কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৯ ডিগ্রি সেলসিয়াস। আজকে শহরে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ ৮০ শতাংশে চলে যাবে। আজকে কলকাতা গাঙ্গেয় এলাকায় দিনের বিভিন্ন সময়ে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। তাপমাত্রা এবং আর্দ্রতাজনিত অস্বস্তির কারণে ওই বিক্ষিপ্ত বৃষ্টিপাত সাময়িক স্বস্তি দিতে পারে।

আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, আগামী ৪-৫ দিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে। আজকে দক্ষিণবঙ্গের একাধিক জায়গাতেও বজ্রবিদ্যুৎ-সহ অল্প বৃষ্টিপাত হতে পারে। মঙ্গলবার বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব এবং পশ্চিম বর্ধমান ও নদিয়া জেলায় অধিক বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। বীরভূম ও মুর্শিদাবাদের দুই এক জায়গাতে আগামী দুই দিনে ভারী বৃষ্টি হবার সম্ভবনা আছে। বাকি জেলাগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেই জানিয়েছে হাওয়া অফিস।

আরও পড়ুন -  Weather Update: বাংলার এই জেলাগুলো বৃষ্টিতে ভাসবে, কলকাতা ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গে

এদিকে দক্ষিণবঙ্গে ছিটেফোঁটা বৃষ্টি হলেও আজ উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। মঙ্গলবার উত্তরের জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে বেশি বৃষ্টিপাত হতে পারে বলে জানা গেছে। এর জেরে ইতিমধ্যেই এই তিন জেলায় লাল সতর্কতা জারি করেছে মপুরেওম ভবন। আজ ভারী বৃষ্টি হতে পারে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর ও মালদা জেলায়। এই জেলায় মঙ্গলবার জারি রয়েছে হলুদ সতর্কতা। আজ দার্জিলিং, কালিম্পঙেও ভারী বৃষ্টি হতে পারে।এই কারণে দুই জেলায় জারি করা হয়েছে কমলা সতর্কতা। প্রবল বৃষ্টির জন্য উত্তরবঙ্গের দার্জিলিং এবং কালিম্পং এর বেশ কিছু এলাকায় ভূমিধসের আশঙ্কা রয়েছে। তাই বিশেষ সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর থেকে।

আরও পড়ুন -  Qatar World Cup-2022: ইকুয়েডরের শুরু, কাতারকে হারিয়ে বিশ্বকাপ