VIRAL: খেসারি লাল যাদব ও কাজলের উষ্ণ রোম্যান্সের তাপ দেখে আপ্লুত ভক্তকুল, ইউটিউবে ভাইরাল হলো ভিডিও

Published By: Khabar India Online | Published On:

VIRAL: খেসারি লাল যাদব ও কাজলের উষ্ণ রোম্যান্সের তাপ দেখে আপ্লুত ভক্তকুল, ইউটিউবে ভাইরাল হলো ভিডিও।

খেসারি লাল যাদব ও কাজল রাঘবানির জুটি অপূর্ব দর্শকের কাছে। খেসারি লাল যাদব ও কাজলকে একসাথে যদি সিনেমাতে অভিনয় করতে দেখা যায় তখনই সোশ্যাল মিডিয়াতে ব্যাপক আলোচনা শুরু হয়।

দুইজনের রসায়ন সর্বদাই সকলের কাছে অত্যন্ত আকর্ষণের। একটা সময় ছিল যখন খেসারি লাল যাদবের সঙ্গে প্রায় প্রতিটি সিনেমায় অভিনয় করতেন অভিনেত্রী কাজল রাঘবানি। এখন অনেক অভিনেত্রীর সঙ্গেই অভিনয় করছেন খেসারি লাল যাদব। কিন্তু তাদের পুরনো কিছু গান এখনো সোশ্যাল মিডিয়াতে ব্যাপক জনপ্রিয় পাচ্ছে।

আরও পড়ুন -  সুন্দরী যুবতীর দুর্দান্ত নৃত্য ‘পাঠান’এর গানে, নেটজনতা প্রশংসায় ভরালেন, Video Watch

সম্প্রতি খেসারি লাল যাদব ও কাজল রাঘবানি অভিনীত কিছু গান ইউটিউবে খুব জনপ্রিয়তা লাভ করেছে। সেরা পাঁচটি গান এখন ইউটিউবে চরমভাবে ভাইরাল। এই ভিডিওতে খেসারি লাল যাদব ও কাজলকে বিভিন্ন গানের সাথে নাচ করতে দেখা গেছে। গানগুলি যদিও পুরনো, এখনো তাদের ভক্তদের কাছে এই গান আনন্দদায়ক। এই রকম সমস্ত গান এখনো সোশ্যাল মিডিয়াতে সুপারহিট। এই সমস্ত ভিডিও দেখার পর ভক্তরাও তাদেরকে নিয়ে আবার নতুন করে চর্চা করতে শুরু করলেন।

আরও পড়ুন -  Mehedi: রং গাঢ় করার উপায়, মেহেদির

সম্প্রতি এই ভিডিওটি আপলোড করা হয়েছে ওয়েব মিউজিকের ইউটিউব চ্যানেলে। এই পর্যন্ত এই ভিডিওটি তিন কোটির বেশি মানুষ দেখেছে। এই গানগুলিতে খেসারি লাল যাদবের রোমান্স এর জন্য সকলে বেশ মুগ্ধ।

আরও পড়ুন -  Viral: নেটদুনিয়া কাঁপাচ্ছেন বিশ্বসুন্দরীর কার্বন কপি আসিতা, হুবহু ঐশ্বর্য!