আম্রপালি বাথরুমে একা, সেই সময় নিরহুয়া শাড়ি খুলে জমিয়ে চুমুতে ভরিয়ে দিলেন পাগলের মতন VIDEO)

Published By: Khabar India Online | Published On:

আম্রপালি এবং দীনেশ লাল যাদব নিরহুয়া’র জুটি সবথেকে হিট ভোজপুরি ইন্ডাস্ট্রিতে। দুজন পর্দায় এলেই দর্শকরা অপেক্ষা করে থাকে তাদের উত্তেজনা ভাগ করে নিতে। তাই দর্শকদের টানেই বারবার জুটি বেঁধে পর্দায় এসেছেন আম্রপালি এবং নিরহুয়া (Amrapali Dubey and Dinesh Lal Yadav Nirahua)।

শুধু মাত্র বড় পর্দা নয়, সোশ্যাল মিডিয়াতেও একই রকম জনপ্রিয় এই জুটি। প্রায় এদের রোম্যান্টিক মিউজিক ভিডিও ভাইরাল হয়ে থেকে।

আরও পড়ুন -  বিধানসভা নির্বাচন ২০২১ঃ আসাম, পশ্চিমবঙ্গে প্রথম পর্বের বিধানসভা ভোটের জন্য ভোটগ্রহণ চলছে

সম্প্রতি, আম্রপালি এবং নিরহুয়া’র একটি মিউজিক ভিডিও ব্যাপক ভাইরাল হয়েছে। দেখা গেছে আম্রপালি তার কিলিং ফিগার নিয়ে বাথরুমে সবে মাত্র পা দিয়েছে, নিরহুয়া বাথরুমের উপর দিয়ে নায়িকাকে দেখছেন। দেখা মাত্রই নিরহুয়া উত্তেজিত হয়। নিজের পরনের পোশাক খুলেই আম্রপালি’র উপর ঝাঁপিয়ে পড়েন। তারপর আসল খেলা শুরু হয় ভরপুর রোম্যান্সে।

আরও পড়ুন -  Amrapali-Nirahua Viral Video: আম্রপালি ও নিরহুয়ার নতুন গান রিলিজ, এই গান শুনলেই মনে রোম্যান্স জাগবে

গানটির নাম হলো, Phagua Mein Fatata Jawani । গানের কথা লিখেছেন প্যারেলাল যাদব ও সঙ্গীত দিয়েছেন মধুকর আনন্দ। গানটি হোলি মে জিএসটি জোড় কে অ্যালবাম থেকে নেওয়া হয়েছে। গানটি নিরহুয়া মিউজিক ওয়ার্ল্ড চ্যানেলে আপলোড করা হয়েছিল। গানটি এখন পর্যন্ত ৪৬ লাখ বার দেখেছেন দর্শক, প্রায় ৮২ হাজার মানুষ এই গানটি লাইক দিয়েছেন।

আরও পড়ুন -  আজ রাজা নেই

আম্রপালি দুবে ও দীনেশ লাল যাদব নিরহুয়ার রসায়ন ও তাঁদের রোমান্টিক মুহূর্ত গুলো সত্যি মেজাজ ফুরফুর হয়ে ওঠে নেটদর্শকদের। কিন্তু এই ধরনের ভোজপুরি মিউজিক ভিডিও ভুলেও ছোটদের সামনে একদম দেখবেন না। বড়রা শুধু দেখবেন।