শেষে আমওয়ালির সঙ্গে মাখামাখি রোম্যান্স করলেন কেশরী লাল যাদব, ভিডিও দেখে ভক্তরা খুশি

Published By: Khabar India Online | Published On:

শেষে আমওয়ালির সঙ্গে মাখামাখি রোম্যান্স করলেন কেশরী লাল যাদব, ভিডিও দেখে ভক্তরা খুশি।

সম্প্রতি নেট জগতে কেশরী লাল যাদবের একটি রোমান্টিক ভিডিও ভাইরাল হয়েছে ঊর্ধ্বগতিতে। যেখানে ভোজপুরি ইন্ডাস্ট্রির অন্যতম জনপ্রিয় অভিনেত্রী শিল্পী রাজের সাথেই রোমান্টিক হতে দেখা গেছে অভিনেতাকে। কেশরী লাল যাদব ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রির অন্যতম জনপ্রিয় গায়ক এবং অভিনেতা। তিনি যে কোন গাওয়া গান নেটদুনিয়ার পাতায় ভাইরাল হয়। পিছিয়ে নেই এই অভিনেত্রীও। সম্প্রতি তাঁর যে গানের ভিডিওটি ভাইরাল হতে দেখা যাচ্ছে, সেটি দেখে উচ্ছ্বাসে আছেন ভক্তরাও।

আরও পড়ুন -  Amir-Akshara: রোমান্সে মজলেন আমির খান, ভোজপুরি নায়িকার সঙ্গে, ভিডিও ভাইরাল

সাম্প্রতিক ভাইরাল হওয়া ভিডিওতে এই জনপ্রিয় অনস্ক্রিন জুটিকে ‘আম কে স্বাদ’ গানের তালেই খোলা আকাশের নীচে, এই গরমে রোমান্স করতে দেখা যাচ্ছে।

এই ঝলকে আমওয়ালি সেজেছিলেন শিল্পী রাজ। উল্লেখ্য গানেই অভিনেত্রীর সাথে ক্যামেরার সামনে চুটিয়ে দারুণ ভাবে প্রেম করলেন কেশরী লাল যাদব। এই অনস্ক্রিন প্রেমের দৃশ্য ভোজপুরি দর্শকদের একাংশ দারুণ ভাবে উপভোগ করেছেন, সেটা দেখলে জানতে পারবেন।

আরও পড়ুন -  Bhojpuri Video: ইউটিউবে ট্রেন্ডিং আম্রপালি ও নিরাহুয়ার ‘খোলে দি কেভাদিয়া ভাইল ভোর’, বাড়িতে একা থাকলে অবশ্যই দেখুন

ভাইরাল হওয়া ঝলকটি কয়েকদিন আগে শেয়ার করে নেওয়া হয়েছে ‘ওয়েব মিউজিক’ নামের ইউটিউব চ্যানেল থেকে। এখন পৌঁছে গিয়েছে ৮৪ লাখেরও বেশি মানুষের সামনে। গানটি গেয়েছেন অভিনেতা – গায়ক কেশরী লাল যাদব এবং অভিনেত্রী-গায়িকা শিল্পী রাজকে। গানের কথা দিয়েছেন অভিনব প্রতাপ সিং। সুর দিয়েছিলেন প্রিয়াংশু সিং। এই গানের ভিডিওর সূত্র ধরেই ভোজপুরি দর্শকদের একাংশের মাঝে চর্চায় উঠেছেন দুই প্রথম সারির তারকারা।

আরও পড়ুন -  INDvsIRE Live Streaming Free: ভারত-আয়ারল্যান্ডের বিশ্বকাপের ম্যাচ এই ভাবে দেখা যাবে, পুরোটা জানুন