আইসিসি আয়োজিত কোন ট্রফি ওঠেনি ভারতের হাতে দীর্ঘ দিন। অনেকবার দলের পরিবর্তন করা হলেও ট্রফির কোটা থেকেছে সেই শূন্য’র ঘরে। অধিনায়ক হিসেবে বিরাট কোহলির ব্যর্থতার পর দলের নেতৃত্ব নিয়েছে রোহিত শর্মা। আন্তর্জাতিক ক্রিকেটে ভারতীয় দলের নেতা হিসেবে আরও ব্যর্থতার পরিচয় দিয়েছেন ক্যাপ্টেন রোহিত শর্মা। ক্রিকেটপ্রেমীদের বলতে শোনা যাচ্ছে, ‘কোটায় খেলার সুযোগ পাচ্ছেন রোহিত শর্মা, পারফরমেন্স তো শূন্য।’
টানা দ্বিতীয়বারের জন্য বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলেও শিরোপা নেই ভারতীয় দলে। ব্যর্থ রোহিতের দিকে প্রশ্ন তুলতে শুরু করেছেন ক্রিকেটপ্রেমীরা। কেউ ইতিমধ্যে বলতে শুরু করেছেন, আবার বিরাট কোহলির হাতে তুলে দেওয়া হোক জাতীয় দলের টুপি। শিরোপা জিতুক বা নাই জিতুক, খেলার মাঠে অগ্রসনের সাথে খেলতে দেখা যাবে ভারতীয় দলের প্রত্যেকটি সদস্যকে। যেটা রোহিত শর্মার অধীনে প্রায় শূন্যে গিয়ে দাঁড়িয়েছে।জানিয়ে রাখি, আগামী মাসে সুদূর ওয়েস্ট ইন্ডিজে উড়ে যাবে টিম ইন্ডিয়া। স্বাগতিকদের বিপক্ষে ২টি টেস্ট, ৩টি ওয়ানডে এবং ৫টি টি-২০ খেলবেন বিরাট কোহলিরা। এই সফরে ভারতীয় দলের নেতৃত্বে কে থাকবেন তা নিয়ে ইতিমধ্যে একাধিক প্রশ্ন তুলতে শুরু করেছেন দর্শকরা।
রোহিত শর্মার ব্যর্থতার কারণে বিভিন্ন মাধ্যমে বিরাট কোহলির নাম উঠে এসেছে ভবিষ্যৎ অধিনায়ক হিসেবে। এদিন ভারতীয় ক্রিকেট বোর্ডের উচ্চপদস্থ কর্মকর্তার মন্তব্যের পর কার্যতো স্পষ্ট হয়ে গেছে যে, কে থাকবেন ভারতীয় দলের নেতৃত্বে। ওই উচ্চপদস্থ কর্মকর্তা সংবাদ মাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, ‘আপাতত ভারতীয় দলে অধিনায়ক পরিবর্তনের কোন পরিকল্পনা নেই ভারতীয় ক্রিকেট বোর্ডের। রোহিত শর্মা যথেষ্ট ফিট রয়েছেন। তার নেতৃত্বে দল ভালো পারফরম্যান্স করছে। ওয়েস্ট ইন্ডিজ সফরে তার নেতৃত্বে টিম ইন্ডিয়া পারফরম্যান্স করবে।’