Tamil Nadu: নিহত ৫, আহত ৯০ বাস দুর্ঘটনা, তামিলনাড়ুতে

Published By: Khabar India Online | Published On:

নিহত ৫, আহত ৯০ বাস দুর্ঘটনা, তামিলনাড়ুতে।

দুটি বাসের সংঘর্ষে ৫ জন নিহত হয়েছেন তামিলনাড়ুতে। আহত হয়েছেন অন্তত ৯০ জন। আহতদের উদ্ধার করে। হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার তামিলনাড়ুর কুদ্দালোর জেলাতে এ দুর্ঘটনা ঘটে। সংবাদমাধ্যম ইন্ডিয়া এক্সপ্রেসের প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

নেল্লিকুপ্রাম পুলিশ জানায়, পুদুচেরিগামী একটি বাসের সামনের টায়ার মেলপাট্টমপাক্কামে ফেটে যায় ও চালক গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। সেই সময়ে বিপরীত দিক থেকে তিরুভান্নামালাইয়ের উদ্দেশ্যে আসা একটি বাসের সঙ্গে সংঘর্ষ হয়। তাতেই ৫ জন নিহত এবং ৯০ জন আহত হয়েছে।

আরও পড়ুন -  জল্লাদদের উল্লাসমঞ্চে পরিণত হয়েছে ত্রিপুরা, ত্রিপুরার মাটিতে দাঁড়িয়ে হুংকার অভিষেকের

দুর্ঘটনায় নিহতরা হলেন, এম আঙ্গলামানি (৩৩), কে মুরুগান (৫০), এস সেনুভাসন (৫০), পি ধনপাল (৬০) ) এবং ভি নটরাজ (৮০)। দুর্ঘটনায় আহত যাত্রীদের উদ্ধার করে জেলার সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। গুরুতর আহতদের পুদুচেরির জওহরলাল নেহেরু ইনস্টিটিউট অব পোস্ট-গ্র্যাজুয়েট মেডিক্যাল রিসার্চে স্থানান্তর করা হয়েছে।

আরও পড়ুন -  Sri Lanka: ভয়াবহ আর্থিক সংকট শ্রীলঙ্কায়! প্রেসিডেন্ট কে পদত্যাগ করতে হবে

দুর্ঘটনায় আহত যাত্রীদের উদ্ধার করে জেলার সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরে গুরুতর আহতদের পুদুচেরির জওহরলাল নেহেরু ইনস্টিটিউট অব পোস্ট-গ্র্যাজুয়েট মেডিক্যাল রিসার্চে স্থানান্তর করা হয়।

আরও পড়ুন -  Two Planes: দুর্ঘটনা এড়ালো দুই প্লেন, পাইলটের দক্ষতায় !

এ ঘটনায় মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন সমবেদনা জানিয়ে নিহতদের পরিবারকে ২ লাখ টাকা ও গুরুতর আহতদের ৫০ হাজার আর কম আহতদের ২৫ হাজার করে ক্ষতিপূরণ দেয়ার ঘোষণা করেছেন। আহতদের ভালো চিকিৎসা দেয়া হচ্ছে কিনা তা নিশ্চিত করার জন্য দুই মন্ত্রীকে নিযুক্ত করেছেন এমকে স্ট্যালিন।

ছবিঃ এনডিটিভি