বাবার সিনেমায় ভাবনা, এই প্রথম

Published By: Khabar India Online | Published On:

বাবার সিনেমায় ভাবনা, এই প্রথম।

অভিনেত্রী আশনা হাবিব ভাবনা শেষ করেছেন দুটি সিনেমার কাজ সম্প্রতি। একটির নাম ‘যাপিত জীবন’, এটি পরিচালনা করেছেন তার বাবা হাবিবুল ইসলাম হাবিব।

মিডিয়ায় দীর্ঘদিন কাজ করলেও বাবার পরিচালনায় নির্মিত সিনেমায় ভাবনার প্রথম কাজ এইটা। এটি নির্মিত হয়েছে সেলিনা হোসেনের উপন্যাস অবলম্বনে।

আরও পড়ুন -  Team India: চরম উপেক্ষিত ৩ বোলার ভারতীয় দলের, এনারা দাপট দেখাচ্ছেন আইপিএলে

কিছুদিন আগে সেন্সর ছাড়পত্র পেয়েছে ভাবনা অভিনীত শুদ্ধমান চৈতন্য পরিচালিত ‘দামপাড়া’। সিনেমাটি মুক্তিযুদ্ধকালীন পুলিশের এক এসপির কর্মকাণ্ড নিয়ে তৈরি হয়েছে। সেই এসপির নাম শামসুল ইসলাম। ভাবনাকে দেখা যাবে তার স্ত্রী মাহমুদা হক চৌধুরীর ভূমিকায়। এবং শামসুল ইসলামের চরিত্রের ছিলেন চিত্রনায়ক ফেরদৌস।

আরও পড়ুন -  Mbabane: এমবাপে, টাকা নেয় না দেশের খেলার জন্য !

দুটি সিনেমা প্রসঙ্গে ভাবনা বলেন, ‘ফেরদৌস ভাইয়ের সঙ্গে দামপাড়া সিনেমায় কাজ করে আমার ভীষণ ভালো লেগেছে। নির্মাতা শতভাগ চেষ্টা করেছে সিনেমাটি ভালোভাবে নির্মাণের জন্য। এবং যাপিত জীবন একটি অসাধারণ সিনেমা। আমি খুব আশাবাদী দুটি সিনেমা নিয়ে।’

আরও পড়ুন -  ঘনিষ্ঠ হলেন যুবতী বান্ধবীর বাবার সাথে, দরজা বন্ধ করে দেখবেন এই ওয়েব সিরিজটি

নির্মাতা জানিয়েছেন, এখন ‘যাপিত জীবন’ সিনেমার ডাবিংয়ের কাজ চলছে। এখনও দু’মাস পর সিনেমাটি সেন্সরের জন্য যাবে।

ফাইল ছবি