MS Dhoni: ধোনির হাঁটুতে অস্ত্রপচার সফল, মাহি কেমন আছেন? সমর্থকদের চিন্তা মুক্ত

Published By: Khabar India Online | Published On:

একজন ১০ বার ফাইনাল খেলার যোগ্যতা অর্জন ও ৫ বার শিরোপা জয় করা যেকোনো দলের জন্য অত্যন্ত গৌরবের। কঠিন কাজটি বারবার করে দেখিয়েছেন ভারতের প্রাক্তন অধিনায়ক তথা চেন্নাই সুপার কিংসের বর্তমান নেতা মহেন্দ্র সিং ধোনি।

২০২৩ সালে আইপিএলের মঞ্চে ব্যাট হাতে তার পারফরমেন্স নজরে না পড়লেও উইকেটের পেছনে দাঁড়িয়ে দলকে দিয়ে গেছেন ভালো উপদেশ।

আরও পড়ুন -  Sam Karen: আরব আমিরাতের আইপিএল থেকে ছিটকে গেলেন কারেন

আইপিএলের আসরে প্রথম ম্যাচ খেলতে নামার পূর্বে হাঁটুতে চোট পান মহেন্দ্র সিং ধোনি। অসহ্য ব্যথা থাকা অবস্থায় দলের জন্য টানা ১৬টি ম্যাচে মাঠে দাঁড়িয়ে নেতৃত্ব দিয়ে গেছেন। মাঠের মধ্যে একাধিকবার ঠান্ডা জলের সেঁক নিতে দেখা গেছে মহেন্দ্র সিং ধোনিকে। ভীষণ যন্ত্রণা উপেক্ষা করে দলকে জিতিয়ে উপহার তুলে দিয়েছে। আইপিএলের মেগা আসর শেষ হতে না হতেই বড় পদক্ষেপ গ্রহণ করেছেন মহেন্দ্র সিং ধোনি। প্রচন্ড যন্ত্রণা থেকে মুক্তি পেতে সম্প্রতি হাঁটুতে জটিল অস্ত্রপচার করালেন মাহি।

আরও পড়ুন -  Symptoms: কেন বিপজ্জনক ? এর উপসর্গ কী ? `ওমিক্রন `

বৃহস্পতিবার সকালেই সাফল্যের সঙ্গে ধোনির হাঁটুতে অস্ত্রোপচার করা হয়েছে বলে সংবাদ মাধ্যমটিকে জানিয়েছেন চেন্নাই সুপার কিংসের সিইও কাসি বিশ্বনাথন। সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, মুম্বইয়ের কোকিলাবেন হাসপাতালে ডাক্তার দিনশ পরদিওয়ালার তত্ত্বাবধানে ৪১ বছর বয়সি ধোনির হাঁটুতে কি-হোল সার্জারির করা হয়েছে। জটিল অস্ত্রোপচার শেষে বর্তমানে সম্পূর্ণ সুস্থ আছেন। আগামী দু’দিনের মধ্যে মহেন্দ্র সিং ধোনি বাড়ি ফিরে যাবেন। এমনটা জানানো হয়েছে হাসপাতাল কর্তৃপক্ষের তরফ থেকেও।

আরও পড়ুন -  IPL 2023: বড় ভবিষ্যৎবাণী করলেন অনিল কুম্বলে, এই ৪ দল পৌঁছাবে প্লে-অফে

ছবিঃ ফেসবুক