Viral Video: শাড়িতে সেক্সি চাল দেখালেন দেশি মেয়ে, দেখলে চোখ সরবে না আপনার

Published By: Khabar India Online | Published On:

এখনকার সময়ে সোশ্যাল মিডিয়া এই প্রজন্মের কাছে একটা গুরুত্বপূর্ণ মাধ্যম হয়েছে, অস্বীকার করা যাবে না।

এই সোশ্যাল মিডিয়াকে হাতিয়ার করে নিজের প্রতিভাকে হাজার হাজার মানুষের সামনে চলে গেছেন বা যাচ্ছেন প্রতিদিন। ফলও পাচ্ছেন বা অনেকে পেয়েছেন। এখনকার সময়ে সোশ্যাল মিডিয়ায় কোনোকিছুই ভাইরাল হতে সময় নেয় না, মাত্র কয়েক মুহূর্ত। যদি কোন প্রতিভাবান মানুষ তার নিজের প্রতিভাকে পৌঁছে দিতে চান সকলের মাঝে, তিনি সফল হবেন। আলাদাভাবে বলার প্রয়োজন নেই মনে হয়।

আরও পড়ুন -  Deepika Padukone: দীপিকা পাডুকোন কালো গাউনে নজর কাড়লেন অস্কার মঞ্চে, ঘাড়ের ট্যাটুও এড়ালো না

কেউ নিজের গান, কেউবা নাচ, কেউ আঁকা কিংবা আবৃত্তির ভিডিও শেয়ার করে থাকেন সোশ্যাল মিডিয়ার পাতায়। নিজের শিল্পীসত্তাকে প্রকাশ করতে আগ্রহী থাকেন এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। সম্প্রতি তেমনি আলিশা নিজের নাচের প্রতিভাকে কাজে লাগিয়ে পৌঁছে গিয়েছেন বহু মানুষের সামনে। পরিচিত হয়েছেন নেটিজেনদের একাংশের কাছে। সোশ্যাল মিডিয়া বর্তমান প্রজন্মের কাছে উপার্জনের অন্যতম মাধ্যম হয়েছে। তা বলাই বাহুল্য।

আরও পড়ুন -  Steven Smith: বর্ষসেরা ক্রিকেটার স্টিভেন স্মিথ, অস্ট্রেলিয়ার

সাম্প্রতিক এক ঝলকে আলিশা নামের এক যুবতীকে নিজের নাচের দুর্দান্ত প্রতিভা প্রদর্শন করতে দেখা গিয়েছে। সবুজ শিফন শাড়িতেই ‘চুনরি লাহেরায়ি’র তালেই নৃত্য পরিবেশন করতে দেখা গিয়েছে। স্টুডিওতেই এই নাচের ভিডিওটি বানিয়েছেন তিনি, তা অবশ্য তার শেয়ার করে নেওয়া ইনস্টা রিল ভিডিওতে নজর রাখলেই স্পষ্ট। এই ধরনের ভিডিও বানাতে তিনি যে যথেষ্ট সাবলীল, তা তার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে নজর রাখলেই স্পষ্ট হবে। রিল ভিডিওর সূত্র ধরেই আলিশা নিজের নাচকে পৌঁছে দিয়েছেন অনেকের কাছে।

আরও পড়ুন -  শাকিবের শুভকামনা ‘বীরত্ব’ সিনেমার জন্য

অর্জন করেছেন জনপ্রিয়তাও। তার ভিডিওর অপেক্ষায় থাকেন অনেকেই তা আর আলাদাভাবে বলার দরকার নেই। আপাতত, নিজের এই সাম্প্রতিক শেয়ার করে নেওয়া ভিডিওর সূত্র ধরেই নিজের ভক্তদের একাংশের নজর কেড়েছেন আলিশা তাঁর নাচের জন্য।