Lionel Messi: সৌদিতে যাচ্ছেন মেসি, চুক্তি ১২০ কোটি ইউরোয়

Published By: Khabar India Online | Published On:

দলবদল নাটকের অবসান হতে চলেছে অবশেষে লিওনেল মেসির। ফ্রান্সের সংবাদমাধ্যম ফুত মেরকাতো জানিয়েছে মেসিকে দুই বছরের জন্য ১২০ কোটি ইউরোর প্রস্তাব দিয়েছে সৌদি আরব।

সংবাদমাধ্যমটি লিখেছে, সৌদি আরবের ফুটবলে খেলার জন্য বিশাল অঙ্কের প্রস্তাব মেসির বাবা এবং এজেন্ট হোর্হে মেসি গ্রহণ করেছেন।

সৌদি আরবের ক্লাব আল নাসরে ক্রিস্টিয়ানো রোনালদো যত বেতন পান, মেসিকে দেয়া প্রস্তাবটা তার প্রায় দ্বিগুণ হবে। এই লোভনীয় প্রস্তাব এড়ানো কারও পক্ষেই কঠিন।

আরও পড়ুন -  Sofia Ansari ট্যাটু করিয়েছেন শরীরের এই অংশে, ঘরে বসে একলা দেখবেন ভিডিওটি

সৌদি আরবের এমন প্রস্তাবের খবর আগেই দিয়েছিল বার্তা সংস্থা এএফপি। তাদের খবরে তখন বলা হয়েছিল, মেসিকে ১ বছরের জন্য ৬০ কোটি ইউরো দেয়ার প্রস্তাব দিয়েছে সৌদি আরব। সেই প্রস্তাবে রাজি হয়ে এরই মধ্যে চুক্তি সেরে ফেলেছেন মেসি।

তখন মেসির বাবা অবশ্য সেটিকে মিথ্যা খবর বলে উড়িয়ে দেন। এএফপির সেই খবরের পরও বার্সেলোনা মেসিকে ফেরানো নিয়ে অনেক কথা বলেছে। বার্সেলোনায় মেসির ফেরা অনেক কিছুর ওপর নির্ভর করে। আর্থিক সংকটে থাকা ক্লাবটি উয়েফার আর্থিক সংগতি নীতি ও লা লিগার বেতন কাঠামো মেনে মেসিকে দলে নিতে পারবে কি না, আছে সংশয়।

আরও পড়ুন -  Post Office Savings Account: এই সুবিধা পাবেন পোস্ট অফিসে অ্যাকাউন্ট খুললে, এই চার্জ দিতে হবে

আগামী মাসেই ফ্রি এজেন্ট মেসি এবার আর বার্সেলোনার ক্ষেত্রে ২০২১ সালের মতো হযবরল পরিস্থিতিতে পড়তে চান না বলে খবর দিয়েছে মুন্দো দেপোর্তিভো। ২০২১ সালে মেসিকে ‘ছাড়ব না, ছাড়ব না’ বলেও ছাড়তে বাধ্য হয়েছিল বার্সা। শেষ পর্যন্ত মুক্ত খেলোয়াড় হিসেবে মেসি পিএসজিতে নাম লিখিয়ে ছিলেন।

আরও পড়ুন -  সায়নী ঘোষকে প্রার্থী মানছি না মানব না স্লোগান তুলে বিক্ষোভ

এই বার মেসি এ রকমটা চান না বলেই, ‘হ্যাঁ’ বলে দিয়েছেন তার বাবা।

ছবিঃ সংগৃহীত