Assam: সাত শিক্ষার্থী নিহত, সড়ক দুর্ঘটনায়, আসামে

Published By: Khabar India Online | Published On:

মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় অন্তত সাত শিক্ষার্থী নিহত হয়েছে আসামের গুয়াহাটিতে।

আহত হয়েছে বেশ কয়েকজন। রবিবার গভীর রাতে জালুকবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা আসাম ইঞ্জিনিয়ারিং কলেজের ছাত্র বলে পুলিশ কর্মকর্তার তথ্য অনুযায়ী, এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম এনডিটিভি।

আরও পড়ুন -  বন্দুকধারীর গুলিতে নিহত ২, বেলজিয়ামে

পুলিশ জানায়, ইঞ্জিনিয়ারিং পড়ুয়া দশ শিক্ষার্থী একটি গাড়ি নিয়ে ঘুরতে বেড়িয়েছিলো। পরে তাদের দ্রুতগামী গাড়িটি একটি রাস্তার বিভাজককে ধাক্কা দেয় ও তারপর শহরের জালুকবাড়ি এলাকায় একটি পিক-আপ ভ্যানের সঙ্গে সেটির সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সাত জনের মৃত্যু হয়। আহত আরও ছ’জনকে গুরুতর অবস্থায় গুয়াহাটি মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সকলের অবস্থা আশঙ্কাজনক।

আরও পড়ুন -  Nigeria: নিহত বেড়ে ৭৬, নাইজেরিয়ায় নৌকাডুবির ঘটনায়

গুয়াহাটির যুগ্ম পুলিশ কমিশনার থুবে প্রতীক বিজয় কুমার ফোনে এএনআই-কে জানিয়েছেন, দুর্ঘটনায় ৭জন মারা গেছেন। প্রাথমিক তদন্তে জানতে পেরেছি যে মৃত ব্যক্তিরা ছাত্র।

ছবিঃ সংগৃহীত

আরও পড়ুন -  Sreemoyee Chattaraj: জলকেলিতে মত্ত রাধারানী,বাথটবে সাদা টাওয়াল পড়ে, নেটনাগরিকের প্রশ্ন, ‘ছবিটা কি কাঞ্চনদা তুললেন?’