নাইসা দেবগনের আসল প্রেমিক এই ছেলে, অজয় দেবগনের মেয়ের, ভিডিও ভাইরাল হচ্ছে

Published By: Khabar India Online | Published On:

বলিউডের অন্যতম জনপ্রিয় দুই তারকা অজয় দেবগন এবং কাজল। অনস্ক্রিনের পাশাপাশি অফস্ক্রিনেও নিজেদের রসায়নের জন্য জনপ্রিয়।

প্রথম থেকেই নিজেদের ছেলে-মেয়েকে লাইমলাইট থেকে দূরে রেখেছেন। পাপারাজিৎদের ক্যামেরা থেকে এখনো পর্যন্ত তাদের বেশ কিছুটা দূরেই রেখেছেন। অজয় দেবগন এবং কাজলকে এখন প্রায়ই মিডিয়াতে চর্চায় থাকতে দেখা যায়, কারণ তাদের মেয়ে নাইসার জন্য।

অজয় এবং কাজলের দুই সন্তান। মেয়ের নাম নাইসা এবং ছেলে যুগ। নাইসার থেকে যুগ বয়সে অনেক ছোট। সে নিজের বাবা-মায়ের সাথে মুম্বাইতেই থাকে। কিন্তু পড়াশোনার খাতিরে বিদেশে থাকেন নাইসা। সেখানেই নিজের পড়াশোনা শেষ করছেন তিনি। শোনা যাচ্ছে, খুব শীঘ্রই বলিউডে ডেবিউ ঘটতে চলেছে তার। সেই প্রসঙ্গে এখনো পর্যন্ত কোনো সঠিক তথ্য পাওয়া যায়নি।

আরও পড়ুন -  Priyanka Chopra’s Bold Photoshoot: বোল্ড ফটোশুটেই উষ্ণতা ছড়ালেন নেটমাধ্যমে, ভক্তদের চোখের পাতা পড়ছে না

পাপারাজিৎদের ক্যামেরা থেকে দূরে থাকলেও সোশ্যাল মিডিয়ার পাতায় ভালোই সক্রিয় ১৯ বছর বয়সী নাইসা। এখন একাধিক বোল্ড ফটোশুটেও দেখা মেলে কাজল কন্যার। সম্প্রতি নিজের ঘনিষ্ঠ বন্ধু ওরহানের সূত্র ধরেই চর্চায় তিনি। এই মুহূর্তে গোটা সোশ্যাল মিডিয়ার পাতায় ওরহানের সাথে তার একাধিক ঝলক ভাইরাল হতে দেখা গিয়েছে। শেষ জন্মদিনটাও কাটিয়েছেন তার সাথেই। ঝলক আছে সোশ্যাল মিডিয়ায়।

আরও পড়ুন -  আবার নতুন পোস্ট রিয়ার, সুশান্তের মৃত্যুবার্ষিকীর আগে, কেন করলেন ?

উল্লেখ্য, বর্তমানে প্রায় সমস্ত সেলেব কিডদের সাথেই দেখা মেলে ওরহানের। সুহানা থেকে শুরু করে জাহ্নবী প্রায় সকলের সাথেই দেখা মিলে তার। বেশিরভাগ সময়ই তাকে দেখা যায় অজয় কন্যার সাথে। কখনো একান্তে আবার কখনো বন্ধুদের সাথেই সময় কাটান। এখন তারই বেশকিছু ঝলক ভাইরাল হয়েছে পিআর বলিউড নামের ইউটিউব চ্যানেলের মাধ্যমে।

আরও পড়ুন -  সোশ্যাল মিডিয়ায় ভাইরাল, বেগম করিনা তৃতীয়বার মা হতে চলেছেন ?