IPL 2023: ১৩ বলে অর্ধশত রান, IPL-এ বিস্ময়কর রেকর্ড, যশস্বী জসওয়াল রাজার মতন খেলা দেখালেন

Published By: Khabar India Online | Published On:

ভারতের তরুণ ক্রিকেটার যশস্বী জসওয়ালের। আর পাঁচটা ছেলের মত সোনার চামচ মুখে দিয়ে হয়ে উঠতে পারতেন বড়। বিধাতা বোধ হয় ভাগ্য অন্যভাবে লিখেছিল। তাঁর ফল দেখালেন। সোনার চামচ মুখে দিয়ে না জন্মালেও পৃথিবীর সবচেয়ে বড় লিগ তথা ভারতীয় প্রিমিয়ার লিগে সোনালী ইতিহাস লিখলেন ক্রিকেটার যশস্বী জসওয়াল। গতকাল কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে খেলতে নেমে আইপিএলের ইতিহাসে সবচেয়ে দ্রুত অর্ধশত রানের ইনিংস খেলেন।

আরও পড়ুন -  Sourav Ganguly: সৌরভ গাঙ্গুলী বোঝালেন, ‘T20 বিশ্বকাপ জেতার চেয়েও IPL-এ চ্যাম্পিয়ন হওয়া কঠিন!’

আইপিএলের গুরুত্বপূর্ণ ম্যাচে শক্তিশালী রাজস্থান রয়্যালসের বিপক্ষে ২২ গজের লড়াইয়ে নেমেছিল কলকাতা নাইট রাইডার্স। রাজস্থানের বিপক্ষে একপ্রকার মুখ থুবড়ে পড়ে নীতিশ রানার নাইট বাহিনী। টসে হেরে প্রথমে ব্যাটিং করতে নেমে একের পর এক উইকেট হারাতে শুরু করে কলকাতা নাইট রাইডার্স। ভেঙ্কটেশ আইয়ারের ৫৭ রানের ইনিংসের সুবাদে নির্ধারিত ওভার ব্যাটিং শেষে ৮ উইকেট হারিয়ে ১৪৯ রান সংগ্রহ করে।

আরও পড়ুন -  'খেলা হবে'

১৫০ রানের লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে নেমে আলাদাই খেলা দেখান রাজস্থান রয়্যালসের ওপেনিং ব্যাটসম্যান যশস্বী জসওয়াল। তিনি আইপিএলের ইতিহাসে সবচেয়ে দ্রুত অর্ধশত রানের পাশাপাশি অপরাজিত ৯৮ রানের ইনিংস খেলে রাজার মতন মাঠ ত্যাগ করেন। এই অর্ধশত রানের মধ্যে তিনি ইনিংসের প্রথম ওভারে নীতীশ রানার বলে দুটি ছক্কা এবং তিনটি চার সহ ২৬ রান সংগ্রহ করেন।

আরও পড়ুন -  IPL 2023: অনিল কুম্বলের দাবি, রোহিত চতুর্থ স্থানে ব্যাটিং করুক

দ্বিতীয় ওভারে হর্ষিত রানাকেও একটি করে ছক্কা এবং চার মারেন। তারপর শার্দুল ঠাকুরের তৃতীয় ওভারে তিনটি চার মেরে ১৩ বলে ফিফটি পূর্ণ করে ইতিহাস গড়লেন। উল্লেখ্য, তার এই বিধ্বংসী ইনিংসের সুবাদে আইপিএলে কে এল রাহুলের ১৪ বলে দ্রুততম অর্ধশত রানের রেকর্ড ভেঙে ফেললেন।